ভালো কোম্পানির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুঁজিবাজারের জন্য ইতিবাচক
পুঁজিবাজারে টেকনো ড্রাগসের মতো বড় কোম্পানির অংশগ্রহণ খুব জরুরি জানিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম সাইফুর রহমান মজুমদার বলেন, ভালো ও প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুঁজিবাজারের জন্য ইতিবাচক।
আজ রোববার (১৪ জুলাই) টেকনো ড্রাগসের লেনদেন শুরু উপলক্ষে সিএসইর ঢাকাস্থ অফিসে উদ্বোধনী অনুষ্ঠানে এম সাইফুর রহমান এ কথা বলেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগসের আজ পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে।নিয়ম নীতির মধ্যে থেকে নিজেকে বিকশিত করার বিষয়টি টেকনো ড্রাগসকে আরও গ্রহণযোগ্য করবে মন্তব্য করে এম সাইফুর রহমান মজুমদার বলেন, টেকনো ড্রাগসের আইপিও আবেদনে রেকর্ড পরিমাণ আবেদন ছিল। এ থেকে বোঝা যায়, আপনাদের প্রতি বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক। আশা করছি, টেকনো ড্রাগস এবং এর পরিচালনা পর্ষদ কোম্পানিটিকে এমনভাবে পরিচর্যা করবে, যেন সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি আস্থা অর্জন করতে পারেন।
আমরা পুঁজিবাজারে এসেছি দীর্ঘদিনের পরিকল্পনা ও প্রস্তুতির মাধ্যমে জানিয়ে টেকনো ড্রাগসের ব্যবস্থপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগকারীদের জন্য ভালো কিছু করা এবং টেকনো ড্রাগসকে পুঁজিবাজারের একটি বিশ্বাসযোগ্য কোম্পানিতে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য আমরা আমাদের মেধা, প্রজ্ঞা ও কর্মের সমন্বয়ে অর্জন করবো। একই সাথে আমরা বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বস্ততা অর্জনের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকবো এবং তা আরও বাড়ানোর জন্য কাজ করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ড্রাগসের চেয়ারম্যান খালেদা আখতার খান, পরিচালক ড. মেহরিন আহমেদ, আরেফিন রাফি আহমেদ, মো. মামুনুর রশিদ, চিফ ফিনান্সিয়াল অফিসার পীযূষ কুমার চক্রবর্তী, কোম্পানি সেক্রেটারি দেবাশীষ দাশগুপ্ত, সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী প্রমুখ।