ইবাদতের পারফরম্যান্সে মুগ্ধ ডোনাল্ড
বাংলাদেশ দলের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড পেসার ইবাদত হোসেনের পারফরম্যান্সে মুগ্ধ। তিনি মনে করেন, লাল বলের ক্রিকেটে তাঁর ভূমিকা দারুণ।
আঙুলে চোটের কারণে শরিফুল ইসলাম দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়ায় প্রথম একাদশে নেওয়া হয় ইবাদতকে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত মাত্র দুটি উইকেট নিয়েছেন তিনি।
তবে স্কোরবোর্ডে কী ছিল তা নিয়ে মাথা না ঘামিয়ে ডোনাল্ড বলেন, ‘ফ্ল্যাট উইকেটে আক্রমনাত্মক বোলিং করে প্রতিপক্ষকে আটকানোর চেষ্টা করা দারুণ। ইবাদত ঘণ্টায় ১৪৬.৭ কিলোমিটার গতিতে বল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। আজ সে দারুণ বল করেছে। অবশ্য সে যেভাবে বল করেছে, তা স্কোরবোর্ডে খুব একটা চোখে পড়েনি। আমি ওকে বলেছিলাম চা বিরতির পর আবার বল করতে। লাইন বদলাতে। সে সেভাবে চেষ্টা করেছে। আমি মনে করি ইবাদত বুঝতে পারছে ফ্ল্যাট উইকেটে কিভাবে বল করতে হয়।’
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ আরও বলেন, ‘বোলিং আক্রমণে আমরা এটাই চাই। আমি মনে করি ইবাদত তার ভূমিকা খুঁজে বের করতে শুরু করেছে।’