এবার অভিনয়ে নাম লেখাচ্ছেন মেসি
খেলার মাঠের বড় তারকা লিওনেল মেসি। বিজ্ঞাপনের বাজারেও তাঁর কদর আকাশ ছোঁয়া। বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে প্রায়ই দেখা যায় তাঁকে। এবার আনুষ্ঠানিকভাবে অভিনয়েও অভিষেক হচ্ছে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
অভিনয়ে মেসির অভিষেক হচ্ছে নিজ দেশের সিরিজ দিয়েই। মার্কার খবর অনুযায়ী, আর্জেন্টিনার জনপ্রিয় টিভি সিরিজ ‘লস প্রটেক্টরস’-র দ্বিতীয় সিজনে অতিথি অভিনেতা হিসেবে দেখা যাবে মেসি। যা এরই মধ্যে আর্জেন্টিনায় বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে।
মার্কা জানায়, আর্জেন্টিনার বুয়েনস আইরেসসহ বিভিন্ন স্থানে ‘লস প্রটেক্টরস’-র দ্বিতীয় সিজনের দৃশ্যধারণ করা হয়েছে। ছুটিতে থাকাকালীন প্যারিসে মেসিরও দৃশধারণ হয়েছে।
তবে মেসির অভিনয় দেখতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। কারণ ‘লস প্রটেক্টরস’-র দ্বিতীয় সিজন মুক্তি হবে ২০২৩ সালে।