কলকাতার হয়ে খেলতে মুখিয়ে আছেন সাকিব
আইপিএলে নিজের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন সাকিব আল হাসান। তিন কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি তারকাকে দলে ভিড়িয়েছে কলকাতা। পুরোনো ঠিকানায় ফিরতে পেরে বেশ রোমাঞ্চিত সাকিব। কলকাতার জার্সিতে পুনরায় মাঠে নামার জন্য মুখিয়ে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গতকাল বৃহস্পতিবার চেন্নাইতে ১৪তম আইপিএলের নিলামে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। বাংলাদেশি তারকার জন্য প্রথম বিড করে কলকাতা। এরপর পাঞ্জাব তাঁকে দলে পাওয়ার আগ্রহ দেখায়। একপর্যায়ে জমে ওঠে লড়াই। তাই দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে দলে নেয় কলকাতা।
পুরোনো ঠিকানায় ফিরে নিজের অনুভূতি প্রকাশ করেছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের ফেসবুকে পেইজে সাকিব বলেন, ‘এ বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারব এ জন্য খুব রোমাঞ্চিত। তেমনই ফল বয়ে আনার চেষ্টা করব যেভাবে ২০১২ ও ২০১৪ সালে আমরা করেছি। দুটি চ্যাম্পিয়ানশিপ আমরা একসঙ্গে জিতেছি। কলকাতার হয়ে খেলার জন্য মুখিয়ে আছি।’
এদিকে আইপিএলে অংশ নিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন সাকিব। সেই ছুটি মঞ্জুরও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালীন আইপিএল খেলবেন দেশসেরা অলরাউন্ডার।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে খবরটি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। সাকিবের ছুটি প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘সে (সাকিব) আমাদের চিঠি দিয়ে জানিয়েছে, আইপিএল খেলার কারণে সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চায় না। আমরা তাকে অনুমতি দিয়েছি। দেখুন, কেউ যদি (জাতীয় দলের হয়ে টেস্টে) না খেলতে চায়, আমরা তাকে জোর করব না।’
শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই নয়, আসন্ন নিউজিল্যান্ড সফরেও নেই সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে কিউইদের বিপক্ষে সিরিজেও থাকছেন না দেশসেরা ক্রিকেটার।