কোহলির মগজের কাছে হার মানল পাকিস্তান
শেষ বলে ম্যাচ জেতানো রান এলো রবিচন্দ্রন অশ্বিনের ব্যাট থেকে। কিন্তু, মাঠে ছুটে আসা সবাই ব্যস্ত বিরাট কোহলিকে নিয়ে। অশ্বিন নিজেও। এবার একটু টসে ফিরি। টস জিতে বোলিং নিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তান অধিনায়কের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘টস জিতলে আমরাও বোলিং নিতাম। এটি আমাদের হাতে নেই। ১৬০ রান করতে পারলে লড়াই করতে পারবে বোলাররা।’
দৃশ্য দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। বাবর ঠিক বলেছেন। ১৬০ রানের পুঁজিতে শেষ বল পর্যন্ত লড়েছে বোলাররা। তিনি বলেছিলেন, টস তাঁর হাতে নেই। হাতে আরেকটি জিনিস ছিল না। কোহলির ফর্ম! পাকিস্তানকে সামনে পেলেই বুনো হয়ে উঠেন কোহলি। টি-টোয়েন্টিতে দুই দলের দ্বৈরথে সর্বোচ্চ রানও তাঁর।
আজ আরেকবার আছড়ে ফেললেন পাকিস্তানকে। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসটাকে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারেরই সেরা ইনিংস বললেন কোহলি। ম্যাচসেরা কোহলি নিজের অনুভূতি প্রকাশ করেন এভাবে, ‘আমি জানি না কিভাবে কী ঘটল! হার্দিক আমাকে বারবার বলছিল, আমরা শেষ করে ফিরব! শাহিন আফ্রিদির বোলিংয়ের সময় হার্দিককে বলছিলাম, ওর আত্মবিশ্বাস নামাতে হবে। আমাদের হিসাব সহজ ছিল। নেওয়াজের এক ওভার বাকি। হারিসের ওভারে ছয় দুটো কাজ সহজ করে দিয়েছে। মোহালিতে খেলা ৫২ বলে ৮২ রানের ইনিংসটা এতদিন আমার কাছে বিশেষ ছিল, সেটি টপকে গেল আজকের ইনিংস।’
৩১ রানে ৪ উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছিল, হার্দিক পান্ডিয়াকে নিয়ে দলের ভাঙা নৌকা মেরামতই করেননি কেবল, পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। শেষ ওভারে ১৬ রান হয়তো মোহাম্মদ নেওয়াজ আটকে দিতে পারতেন, কিন্তু কোহলির মগজের কাছে হেরে গেলেন। অবশ্য নিজের দিনে কোহলি কতটা ভয়ংকর, তা পাকিস্তানের সঙ্গে আরেকবার টের পেল ক্রিকেট দুনিয়া।