সাক্ষাৎকার
ক্রিকেটারদের গালি দেবেন না, দর্শকের উদ্দেশে নাসুম
ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা শেষে ক্রিকেটারদের চোখ এখন আফগানিস্তান সিরিজে। নিজেদের মাঠে অতিথিদের বিপক্ষে সীমিত ওভারের সংস্করণে খেলবে বাংলাদেশ। এ সিরিজে দর্শক ফিরছে গ্যালারিতে। করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে বদলে যাওয়া গ্যালারিতে আবার প্রাণ ফিরছে। দর্শকদের সামনে খেলা নিয়ে উচ্ছ্বসিত ওয়ানডে দলে সুযোগ পাওয়া নাসুম আহমেদ। তবে, সেইসঙ্গে দর্শকের প্রতি আহ্বান জানালেন, তাঁরা যেন মাঠে বসে ক্রিকেটারদের গালি না দেন।
এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ানডে দলে সুযোগ পাওয়ার আনন্দ, আফগান সিরিজের প্রস্তুতি এবং নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেছেন এ তরুণ ক্রিকেটার।
এনটিভি অনলাইন : গত বছর নিউজিল্যান্ড সফরের ওয়ানডে স্কোয়াডে ছিলেন। এবারও আপনাকে বিবেচনা করা হয়েছে। দ্বিতীয় বার ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে কেমন লাগছে?
উত্তর : ওয়ানডে টিমে সুযোগ পাওয়াটা আমার জন্য ভাগ্যের ব্যাপার ছিল। দলে নাম আসার পর কিছুটা অবাক হয়েছি। কিন্তু, দেশের হয়ে যেকোনো ফরম্যাটে খেলার সুযোগ পাওয়াটাই আনন্দের। যেহেতু দলে সুযোগ পেয়েছি, এবার খেলার সুযোগ হলে চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার।
এনটিভি অনলাইন : এতদিন বিপিএলে ব্যস্ত ছিলেন। এটা আফগান সিরিজে কতটা কাজে দেবে?
নাসুম আহমেদ : খেলার মধ্যে থাকা আসলে বড় প্রস্তুতি। এটা অনেক কাজে দেবে। এতদিন ধরে অনেক কঠিন ম্যাচ খেলেছি, অনেক প্রতিযোগিতা হয়েছে এগুলো আন্তর্জাতিক ক্রিকেটে কাজে দেবে খুব। আত্মবিশ্বাস জোগাবে।
এনটিভি অনলাইন : এতদিন টানা খেলার পর আন্তর্জাতিক সিরিজ। কিছুটা চ্যালেঞ্জ মনে হচ্ছে কি?
নাসুম আহমেদ : না, কোনো চ্যালেঞ্জই মনে হচ্ছে না। আমরা ওয়ানডে না খেললেও সাদা বলেই তো খেলছিলাম। আমরা তো টাচে ছিলাম, বিপিএলের আগে স্বাধীনতা কাপে খেলেছি। আশা করি, খারাপ কিছু হবে না। আমরা সবাই খেলার মধ্যে ছিলাম, তাই মনে প্রস্তুতিটা ভালো আছে।
এনটিভি অনলাইন : টি-টোয়েন্টিতে আফগানিস্তান অনেক শক্ত দল। কী মনে হয়, ঘরের মাঠে দুই ফরম্যাটে আপনারা আধিপত্য রাখতে পারবেন?
নাসুম আহমেদ : আসলে দুটি সিরিজেই আমাদের লক্ষ্য থাকবে সিরিজ জয় করা। যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা, সেহেতু আমরা অবশ্যই চাইব দুটি সিরিজ যেন আমাদের হয়। এ লক্ষ্য নিয়ে মাঠে নামব। আশা করি, ভালো কিছুই হবে।
এনটিভি অনলাইন : এ ফরম্যাটে আপনার খেলা হয়নি। আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে কিছু অ্যানালাইসিস করেছেন?
নাসুম আহমেদ : এখনও সবাইকে দেখিনি, কয়েকজনকে দেখেছি, অ্যানালাইসিস তেমন করা হয়নি। অনুশীলন যখন শুরু হয়েছে, মূল লড়াইয়ের আগে হয়ে যাবে। তবে, আমি মোহাম্মদ নবি ও রশিদ খানকে ইউটিউব দেখে বোঝার চেষ্টা করেছি। আমি যদি খেলার সুযোগ পাই, এ দুজনের উইকেট আমি নিতে চাই। এ ছাড়া আমি তাদের বিপক্ষে না খেললেও তাদের ভয় পাচ্ছি না। আমরা প্রফেশনাল ক্রিকেটার। আমাদের যেকোনো ব্যাটারদেরই ফেস করার সাহস থাকতে হবে। ম্যাচ বের করে আনতে হবে। তাই বলব, কোনো ভয় পাচ্ছি না। আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করব। আমরা যদি মাঠে নিজেদের পরিকল্পনা ঠিক ঠকাভাবে করতে পারি, তাহলে সাফল্য আসবে আশা করি।
এনটিভি অনলাইন : টানা বায়ো-বাবলে থেকে ফের বাবলে—এ ধকলে খারাপ লাগছে কি?
উত্তর : করোনাকালে আমরা অনেক দিন ধরেই এ বাবল মেইন্টেন করে যাচ্ছি। বাইরে বের হওয়ার ইচ্ছে থাকলেও কিছু করার নেই। এটার প্রকৃতির হাতে। এভাবে মানিয়ে নিতে হবে। মাঝে মধ্যে খারাপ লাগে, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই।
এনটিভি অনলাইন : বিপিএলের প্রসঙ্গে আসি। বিদেশি অনেক তারকাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করলেন। অভিজ্ঞতা কেমন ছিল কিংবা কিছু আয়ত্ত করতে পেরেছেন?
নাসুম আহমেদ : একটা সুবিধার কথা বলতে হয়। আমাদের দলে বিদেশি ক্রিকেটারেরা অনেক ফ্রেন্ডলি ছিলেন। বোঝাই যায়নি যে, তাঁরা বিদেশি। তাঁরা সবকিছুই আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এর মধ্যে উইল জ্যাকসের মধ্যে একটা জিনিস খেয়াল করেছি যে, তার রানের ক্ষুধা অনেক। সে প্রতিদিনই ভালো রান করার জন্য মরিয়া থাকত। কোনো দিন ভালো না করতে পারলে ওইদিন ড্রেসিং বোঝা যেত তার কত রানের ক্ষুধা। এটা অনেক অনুপ্রেরণাদায়ক। এ ছাড়া বেনি হাওয়ালও তেমন ছিল। আগ্রাসী ব্যাটিং। ওদের দেখে আমাদের অনেক ক্রিকেটার আরও অনুপ্রাণিত হয়েছে।
এনটিভি অনলাইন : বিপিএলটা মোটামুটি ভালো কেটেছে আপনার। রান দেওয়াতেও মিতব্যয়ী ছিলেন। তবুও টি-টোয়েন্টির মঞ্চে, রিস্ক নিতে কেমন লাগে?
নাসুম আহমেদ : টি-টোয়েন্টি তো আসলে মারার খেলা। ভালো বলেও মাঝে মধ্যে মার খেতে হয়। ব্যাটারেরা রিস্ক নিয়ে খেলে। অনেক উলটা-পালটা শট খেলে বোঝা যায় না। এটা বোলারদের জন্য খুব চ্যালেঞ্জ। তবে, আমি বড় বড় ব্যাটারদের বিপক্ষে বল করতে ভালো ফিল করে। এটা উপভোগ করি। কোনো ভয় কাজ করে না বরং আমার ভালো লাগে। আমার তো প্রথম টার্গেট থাকে রান চেক দেওয়া। আমি যেহেতু পাওয়ার প্লে-তে বল করি, তখন চ্যালেঞ্জ নিই না। তখন চেষ্টা করি ডট বল করার। তাতে আমি সফল। আমি চেষ্টা করি কম রান দেওয়ার, তার মধ্যে উইকেট এলে প্লাস পয়েন্ট।
এনটিভি অনলাইন : আফগানিস্তান সিরিজে গ্যালারিতে দর্শক ফিরছে। দর্শকদের উদ্দেশে কিছু বলুন।
নাসুম আহমেদ : এখন করোনার সময়, দর্শক মাঠে আসতে পারে না। এবার দর্শক ফিরছে, এটা জেনে ভালো লাগছে। তবে, মাঠে আসতে পারেন আর না পারেন, দূরে থেকেও আপনার আমাদের সাপোর্ট দেবেন—এটাই আশা করি। আপনারা আমাদের গালি দেবেন না। কোনো ক্রিকেটারই খারাপ খেলতে চায় না। সবাই চায় দেশের জন্য ভালো কিছু করতে, দেশকে জেতানোর আনন্দ অনেক। অনেক পড়াশোনার পর যখন একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে যায়, তখন পাস করা বা ভালো করার উদ্দেশ্যেই যায়। খেলোয়াড়দের জীবনও তেমন। প্রতিটি ম্যাচই আমাদের জন্য পরীক্ষা। আমরাও চাই ভালো করতে। দল হেরে গেলে আপনাদের চেয়ে আমাদের আরও বেশি খারাপ লাগে। তাই, আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব, আপনারা শুধু পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। খেলোয়াড়দের বুলি না করার অনুরোধ রইল।