ঘরোয়া ক্রিকেটে ম্যাচ বাড়ানোর আহ্বান ডমিঙ্গোর
ওয়ানডে ক্রিকেটে ছন্দ ধরে রাখলেও টেস্টে বাংলাদেশের অবস্থা হ-য-ব-র-ল। একের পর এক টেস্টে ভরাডুবির গল্প লিখছে বাংলাদেশ। এমন ব্যর্থতার জন্য ঘরোয়া ক্রিকেটে কম ম্যাচ খেলাকে দায়ী করছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। মান নিয়ে প্রশ্ন না তুললেও ম্যাচ সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ।
প্রোটিয়া কোচের মতে, টেস্ট খেলুড়ে দেশগুলোর মতো বাংলাদেশেও প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ সংখ্যা বাড়াতে হবে। এনামুল হক বিজয়-নুরুল হাসান সোহানদের আরো বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে দেখতে চান ডমিঙ্গো।
কোচ মনে করেন, প্রথম শ্রেণির ক্রিকেটে কম ম্যাচ খেলার কারণেই ক্রিকেটাররা মূল মঞ্চে নিজেদের মেলে ধরতে পারছেন না। ডমিঙ্গো বলেন, 'ঘরোয়া ক্রিকেটের কোনো ফরম্যাটকে আমি বিচার করব না। ছেলেরা অবশ্য যতগুলো চারদিনের ম্যাচ খেলে তা উদ্বিগ্ন হওয়ার মত। হয়ত বছরে ৪-৫টা ম্যাচ খেলে।'
এরপর এনামুল হক বিজয়ের উদাহরণ দিয়ে প্রধান কোচ বলেন, 'বিজয় টেস্ট দলে যোগ দিয়েছে, কিন্তু প্রায় এক বছর হয়ে গেল লাল বলে কোনো ম্যাচ খেলেনি। এতদিন চারদিনের ক্রিকেট না খেলে টেস্ট ম্যাচ খেলা কঠিন। তাই মানের কথা বলব না, আসলে কম ম্যাচ খেলাই টেস্টের এই অবস্থার কারণ।'
ডমিঙ্গো আরো বলেন, 'খেলোয়াড়দের চারদিনের ম্যাচের সংখ্যা বাড়ানো জরুরী। তারা সম্ভবত যথেষ্ট খেলতে পারছে না। ইংল্যান্ডে একেকজন খেলোয়াড় বছরে ১৫-১৬টা চারদিনের ম্যাচ খেলে। দক্ষিণ আফ্রিকানরা
গোটা দশেক ম্যাচ খেলে ফেলে। অস্ট্রেলিয়ায় ১১-১২টি চারদিনের ম্যাচ খেলা হয় বছরে। আমরা খেলি ৪-৫টা। বিজয়কে দেখুন, চারদিনের ম্যাচ সম্প্রতি খেলেনি কিন্তু টেস্ট দলে এসেছে। এভাবে খেলা কঠিন।'