চেন্নাইতে ভারতকে উড়িয়ে দিল ইংলিশরা
কদিন আগেই অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়েছিল ভারত। আজিঙ্কা রাহানের নেতৃত্বে অসিদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে এসেছিল তাঁরা। কিন্তু দেশে ফিরে এবার নিজেদের মাঠেই ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ভারত। বিরাট কোহলিদের উড়িয়ে চেন্নাই টেস্ট জিতে নিয়েছে জো রুটের দল।
সিরিজের প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। নয় উইকেট হাতে নিয়েও আজ মঙ্গলবার টেস্টের শেষ দিন টিকে থাকতে পারেনি স্বাগতিকরা। জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচদের দুর্দান্ত বোলিংয়ে সহজ জয় তুলে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
চতুর্থ ইনিংসে ৪২০ রান তাড়া করতে নেমে আজ শেষ দিন ১৯২ রানে অলআউট হয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেছেন অধিনায়ক কোহলি। এ ছাড়া ৫০ রান এসেছে শুভমান গিলের ব্যাট থেকে। বাকিরা কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।
বল হাতে ইংল্যান্ডের হয়ে ১১ ওভারে ১৭ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। লিচ ৭৬ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। ১৩ রান দিয়ে বেন স্টোকসের শিকার একটি।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রুটের ডাবল সেঞ্চুরিতে ৫৭৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এই ছিল রুটের ১০০তম ম্যাচ। ম্যাচটি ডাবল সেঞ্চুরির পাশাপাশি জয়ে রাঙালেন ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ডের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩৭ রানে থামে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে ১৭৮ রান যোগ করে ভারতকে ৪২০ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। যার জবাবে আজ দ্বিতীয় সেশনেই আউট হয়ে যায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড ১ম ইনিংস : ৫৭৮
ভারত ১ম ইনিংস : ৩৩৭
ইংল্যান্ড ২য় ইনিংস : ১৭৮
ভারত ২য় ইনিংস : (লক্ষ্য ৪২০, আগের দিন ৩৯/১) ৫৮.১ ওভারে ১৯২ (গিল ৫০, পুজারা ১৫, কোহলি ৭২, রাহানে ০, পান্ত ১১, সুন্দর ০, অশ্বিন ৯, নাদিম ০, ইশান্ত ৫*, বুমরাহ ৪; আর্চার ৯.১-৪-২৩-১, লিচ ২৬-৪-৭৬-৪, অ্যান্ডারসন ১১-৪-১৭-৩, বেস ৮-০-৫০-০, স্টোকস ৪-১-১৩-১)।
ফল : ইংল্যান্ড ২২৭ রানে জয়ী
সিরিজ : ৪ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যান অব দ্য ম্যাচ : জো রুট