চ্যাম্পিয়ন এসে গেছে, ঢাকায় পা রেখে ব্রাভো
আর মাত্র তিনদিন বাকি। এরপরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। একে একে বিদেশি তারকারা পা রাখছেন ঢাকায়। চলে এসেছেন ফরচুন বরিশালের ক্যারিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। ঢাকায় পা রেখেই চ্যাম্পিয়ন এসে গেছে বলে বার্তা দিলেন এই ক্যারিবীয় তারকা।
শেষ দিকে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে দলে নেয় সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। সোমবার বিকেলে পরিবার নিয়ে ঢাকায় পৌঁছান এই ক্যারিবীয় অলরাউন্ডার।
ঢাকায় পা রেখে এক ভিডিও বার্তায় বরিশালের সমর্থককদের চমক দেন ব্রাভো। ভিডিও বার্তায় ব্রাভো বলেন, ‘হ্যালো গাইজ, চ্যাম্পিয়ন এসে গেছে এখানে। বিপিএল ২০২২ আসরে খেলতে মুখিয়ে আছি। ফরচুন বরিশালের হয়ে খেলতে আমি এখন ঢাকায়।’
ব্রাভোর পাশাপাশি ঢাকায় এসে পৌঁছেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের আরেক তারকা সুনিল নারিন। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তিনি।
বিপিএলের অষ্টম আসর মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। ২৭ দিনের এই টুর্নামেন্টে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফরচুন বরিশাল :
সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, মুজিব উর রহমান (আফগানিস্তান), ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ) ও ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।
ড্রাফট থেকে দেশি : কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।
ড্রাফট থেকে বিদেশি: ওবেদ ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) ও নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা)।