টাকা থাকলেই বিদেশি ক্রিকেটার পাওয়া যায় না : নাফিসা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দেশ-বিদেশের তারকাদের পেছনে অর্থ খরচসহ নিজেদের ব্র্যান্ডিং শক্ত করতে সর্বোচ্চ সবটাই করেছে দলটি। তাইতো, সাফল্যও আসছে বারেবারে।
এবারের বিপিএলেও শুরুটা কিছুটা হোঁচট খেয়ে হলেও পরের অংশ জুড়ে পুরোটাই ছিল কুমিল্লার দাপট। ফাইনাল ম্যাচেও রীতিমতো উড়িয়ে দিয়েছে সিলেটকে। বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ চারটি ট্রফি জিতে কুমিল্লা বুঝিয়ে দিয়েছে তাদের সঙ্গে অন্যদলগুলোর পার্থক্যটা ঠিক কোথায়!
ফাইনাল জেতার পর দলটির চেয়ারপারসন নাফিসা কামাল বলেছেন, ‘এবার সব দল বিদেশি খেলোয়াড় নিয়ে সংগ্রাম করছে। বিদেশি খেলোয়াড়েরা প্রতিদিন আসা-যাওয়া করেছে। কিন্তু আমরা প্রথম থেকে জানি কোন সময় আমাদের কোন খেলোয়াড় আসবে, যাবে। সে জন্য আমাদের চিন্তাটা অন্য দিকে যায়নি। খেলার মধ্যেই ছিল। আমাদের অ্যাজেন্ডা একটাই ছিল, কাপ জিততে হবে।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক আরও বলেন,‘বিদেশি খেলোয়াড় আনার কথা যদি বলি, শুধু টাকা থাকলেই যে বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে, তা নয়। আমরা বিদেশি খেলোয়াড়দের কাছ থেকে অনেক সাড়া পাই। তারা বিপিএলে আসতে চায়। অন্য দলের তুলনায় অনেক আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমি অক্টোবর মাসে খেলোয়াড় সাইন করেছি, এটা অন্য দলগুলো হয়তো ভাবতেও পারবে না। আমরা অনেক লম্বা চিন্তা করি এবং আমাদের নেটওয়ার্ক এখন অনেক শক্ত। আজকেই যেমন আমি আগামীবারের জন্য দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি।’
নিজেদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি নাফিসা কামাল দলের অধিনায়ক ইমরুল কায়েস এবং কোচ সালাউদ্দিনকেও কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘দেখুন আমি একা নই। কোচ, অধিনায়ক দুজনই আমাদের সঙ্গে ২০১৫ সাল থেকে আছেন। সুনীল নারাইনও ২০১৫ সাল থেকে আছে। শুধু দেশি-বিদেশি খেলোয়াড় নয়; কোচিং স্টাফ, টিম স্টাফ সবাই অনেক দিন থেকে এক সঙ্গে আছে। এটা ব্যতিক্রম। টিম ব্র্যান্ডিং, বিপিএলে আমাদের উপস্থিতি অনেক শক্ত।’