ডানপন্থী নেতাকে সমর্থন করায় সমালোচনার মুখে নেইমার
ব্রাজিলের নির্বাচনের মাত্র কয়েক দিন আগে উগ্র ডানপন্থী রাষ্ট্রপতি জাইর বলসোনারোকে প্রকাশ্যে সমর্থন করায় কড়া সমালোচনার মুখে পড়েছেন দেশটির তারকা ফুটবলার নেইমার।
বৃহস্পতিবার ৩০ বছর বয়সী ফুটবলার টিকটকে-এ একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁর আট মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন। তিনি বলসোনারোর প্রচারাভিযানের গানে বপিং করছেন, তার মুখে একটি বড় হাসি।
ভোটে এগিয়ে রয়েছেন বামপন্থী নেতা সাবেক রাষ্ট্রপতি লুইজ ইনাসিও। অনেকে নেইমারকে এভাবে কাজ করায় ক্ষোভ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ১৮০ মিলিয়ন এবং টুইটারে ৫৮ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
সেইমারের সমালোচনা করেছেন সাবেক ব্রাজিলীয় স্ট্রাইকার ওয়াল্টার ক্যাসাগ্রান্ডে। যিনি এক কলামে লিখেছেন, ‘নেইমার তার সব অসামঞ্জস্যতা প্রকাশ করেছেন... এবং তার সামাজিক সচেতনতার অভাব। ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কুসংস্কারপূর্ণ প্রার্থী, যিনি সমকামী, যৌনতাবাদী এবং কুখ্যাতভাবে বর্ণবাদী বিবৃতি দিয়েছেন।’
নেইমার শুক্রবার টুইটারে পাল্টা জবাব দিয়েছেন, ‘তারা গণতন্ত্র এবং অনেক কিছু নিয়ে কথা বলে, কিন্তু যখন কেউ ভিন্ন মত পোষণ করে তখন তারা গণতন্ত্রের কথা বলে। তাদের আক্রমণ করা হয়।’
বলসোনারোর সমর্থকরা ব্রাজিলের জাতীয় দলের হলুদ-সবুজ জার্সিকে ব্রাজিলের পতাকার সাথে রাষ্ট্রপতির সমর্থনের প্রতীক হিসাবে নিয়েছে।