পিএসজিতে ফুল ফোটাতে ব্যর্থ হচ্ছেন মেসি!
রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল থেকে ছিটকে গেছে লিওনেল মেসির পিএসজি। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের ম্যাচে ১-০তে এগিয়ে থাকার পরও ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ফরাসি ক্লাবটি। প্রথমার্ধে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে আলো ছড়াতে ব্যর্থ হন দলটির সবচেয়ে বড় তারকা মেসি।
মৌসুমের শুরুতে আর্থিক সমস্যায় জর্জরিত বার্সালোনা বাধ্য হয়েই লিওনেল মেসিকে ছেড়ে দেয়। ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ক্লাবটির হয়ে সাত গোল ও ১১টি অ্যাসিস্ট করে মেসির রেকর্ড খুব একটা ভালো নয়। একেবারেই মেসিসুলভ হচ্ছে না।
পিএসজির হয়ে নিজের দক্ষতা প্রদর্শন ঠিকভাবে করতে না পারায় কড়া সমালোচনার সম্মুখীন হচ্ছেন মেসি। পিএসজির জার্সিতে ফুল ফোটাতে ব্যর্থ হওয়া তাঁর মানসিক অবস্থাকেই কারণ হিসাবে দেখছেন সাবেক সতীর্থ থিয়রি অঁরি।
ফরাসি ক্রীড়া সাময়িকী লা ইকুয়েপেকে থিয়রি অঁরি বলেন, ‘লিওনেল মেসি বার্সালোনা ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন। এমনটা তো পরিকল্পনায় ছিল না। যখন কেউ কোনো জায়গায় সারাজীবন থাকার কথা ভাবেন, হঠাৎ করেই তাঁকে সেই জায়গা ছেড়ে চলে যেতে হয়, তখন তা মানসিকভাবে একটা শক দেয়। এ কারণেই সম্ভবত মেসি পিএসজি জার্সিতে নিজেকে মেলে ধরতে পারছেন না।’
কারণ যাই হোক, পিএসজির হয়ে মেসির ভালো খেলতে পারছেন না বলে সমালোচনা কিন্তু কমছে না।