ফাইনালে মাঠে নেমেই অন্যরকম সেঞ্চুরি করলেন মাশরাফী!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মেগা ফাইনালে লড়ছে সিলেট স্ট্রাইকার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ফাইনালে মাঠে নেমেই সেঞ্চুরি করলেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে সেটি ব্যাট হাতে নয় অধিনায়ক হিসেবে। ফাইনালে টস করতে নেমে নতুন এক মাইলফলকে স্পর্শ করলেন এই তারকা ক্রিকেটার।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টসে হারলে নতুন রেকর্ড গড়েছেন মাশরাফী। আর তা হলো বিপিএলে অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচে নেতৃত্ব দেওয়ার। বিপিএলে আর কেউ এখন পর্যন্ত ৯০ ম্যাচেও অধিনায়কত্ব করেননি।
বিপিএলের প্রথম দুই মৌসুমে ঢাকা গ্লাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন মাশরাফী। তৃতীয় আসরে কুমিল্লার জার্সিতে জিতেন তৃতীয় শিরোপা। এরপর পঞ্চম আসরে রংপুরের জার্সিতে জেতেন অধিনায়ক হিসেবে নিজের চতুর্থ শিরোপা। চ্যালেঞ্জ এবার সিলেটকে শিরোপা জিতিয়ে নিজের পঞ্চম শিরোপা জয়ের স্বাদ নেওয়া।
বিপিএলে অধিনায়ক হিসেবেও মাশরাফীর জয় সবচেয়ে বেশি। ৬৪ ম্যাচে জয় আর ৩৫ ম্যাচে হার। বিপিএলে এখন পর্যন্ত ১০৪ ম্যাচে ৯৭ উইকেট আর ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন মাশরাফী।
বিপিএলের অন্যতম সফল দলের নাম বললেই সবার আগে কুমিল্লার নাম উঠে আসবে। দলটির ঝুলিতে রয়েছে ৩টি শিরোপা। সেই হিসেবে এখনও বিপিএলের শিরোপা জয়ের স্বাদ নিতে পারেনি সিলেট। তাই কুমিল্লার সামনে সুযোগ শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রাখা। অন্যদিকে সিলেটের সামনে সুযোগ প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ নেওয়া। দেখা যাক ফাইনালে ইমরুল না মাশরাফী শেষ হাসিটা কে হাসে?