ফেব্রুয়ারিতে আইপিএলের নিলাম
আগামী ফেব্রুয়ারিতে হবে আইপিএলের নিলাম। সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে ১১ ফেব্রুয়ারি। আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা গেছে, আইপিএলের নিলামের সম্ভাব্য তারিখ ঠিক হলেও সূচি এখনো ঠিক হয়নি।
এদিকে আগামী ২০ জানুয়ারির মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের জানাতে হবে কোন ক্রিকেটারকে দলে রাখতে চায়, আর কোন ক্রিকেটারকে রিলিজ করে দিতে চায় তারা।
তবে নিলাম কোথায় হবে, তা এখনো ঠিক হয়নি। এবারের আইপিএল ভারতে আয়োজন করা সম্ভব কি না, তা দেখতে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে। ব্রিজেশ প্যাটেল ও প্রজ্ঞান ওঝা এই কিমিটিতে থাকতে পারেন।
অবশ্য করোনার প্রকোপ বাড়তে থাকলে গতবারের মতো সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এবারের আইপিএল। তবে ঘরের মাঠে আয়োজন করতে চায় বিসিসিআই।
আগামী রোববার থেকে শুরু হচ্ছে মুস্তাক আলী ট্রফি। এই টুর্নামেন্ট ভালোভাবে আয়োজন করতে পারলে আইপিএলও ভারতেই অনুষ্ঠিত হতে পারে।