বাংলাদেশের বিপক্ষে খেলে যা শিখেছেন কোহলি
বাংলাদেশের বিপক্ষে প্রথম গোলাপি বলের টেস্ট খেলেছিল ভারত। ঘরের মাঠে প্রথম দিবারাত্রির টেস্টে বেশ সফলও হয়েছে স্বাগতিকেরা। আয়ত্ব করেছে কীভাবে এই টেস্টেও ভালো করতে হয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের অভিজ্ঞতা নিয়ে আজ বুধবার দ্বিতীয়বার গোলাপি বলে টেস্ট খেলবে বিরাট কোহলির দল। ঘরের মাঠে তাঁদের এবারের প্রতিপক্ষ ইংল্যান্ড।
নিজেদের প্রথম দিবারাত্রির টেস্টে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছিল ভারত। আজ ইংল্যান্ডের বিপক্ষে সেই সুখকর স্মৃতি নিয়ে মাঠে নেমেছে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের গুজরাটের আহমেদাবাদের মোতেরায় বানানো বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।
ম্যাচটির আগে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রসঙ্গ টেনে ভারতীয় অধিনায়ক কোহলি বলেন, ‘গোলাপি বলে এমনিতেই অনেক সুইং হয়। সাধারণ যে লাল বলে আমরা খেলি, তারচেয়ে অনেক বেশি। ২০১৯ সালে যে একটা দিবারাত্রির টেস্ট খেলেছিলাম বাংলাদেশের বিপক্ষে, তখনই আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি।’
দিবারাত্রির টেস্টে মূলত গোধূলির সময়ে ব্যাটিং করা কঠিন মনে করেন কোহলি, ‘যেই পিচে খেলুন না কেন, নতুন গোলাপি বলে খেলাটা সব সময় একটা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বিকেল বেলায়। একটা পরিস্থিতির কথা বিবেচনা করুন। ধরুন, আপনি ব্যাটিং দলের হয়ে খেলছেন এবং আপনাদের বিকেলে ফ্লাডলাইটের আলোয় ইনিংস শুরু করতে হচ্ছে। ওই এক-দেড় ঘণ্টা অনেক বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, আপনাকে স্পিনারদের খেলতে হবে ঠিকই, তবে এটাও মাথায় রাখতে হবে যে আপনি পেস বোলার এবং নতুন বলের গুরুত্ব এড়াতে পারবেন না ওই সময়ে। নতুন গোলাপি বল ওই সময়টায় চকচকে থাকে, তাই সে সময়ে পেসাররাও আক্রমণে আসতে পারেন। আমরা সব ব্যাপারই বিবেচনায় নিচ্ছি এবং সে অনুযায়ী প্রস্তুত।’
কোহলি আরো বলেন, ‘একই কথা বোলারদের ক্ষেত্রেও প্রযোজ্য। বিকেলে বোলারদের পরিকল্পনা থাকা উচিত নিয়মিত সঠিক লাইন ও লেংথে বল ফেলে যাওয়া। পরিস্থিতি পক্ষে থাকলে বিকেলে আরো বেশি আক্রমণাত্মক হওয়া।’