বাংলাদেশের মেয়েদের ‘বিশ্বমানের’বললেন বিদেশি কোচরা
বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রশিক্ষণ দিতে বাংলাদেশ সফরে আসে যুক্তরাষ্ট্রের দুই জন কোচ। সাফজয়ী বাংলাদেশের নারীদের সঙ্গে বাফুফেতে সময় কাটান তারা। হালকা ট্রেনিং করান মেয়েদের। এতে বেশ সন্তুষ্ট দেখা গিয়েছে কোচদের। দুই দেশের এই উদ্যোগে বাংলাদেশের মেয়েদের সুযোগ আছে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে উচ্চতর প্রশিক্ষণ নিতে যাওয়ার।
গতকাল রোববার (৭ মে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের স্কেলাচ নিন্ডম্যান ইউনিভার্সিটির কোচ ভ্লাস্টিমির দাভিদোভিচ। তিনি বলেন, ‘আমি ৪৫ মিনিটের একটি ট্রেনিং সেশনের প্রস্তুতি নিয়ে এসেছি। কিন্তু যখন জানলাম ওরা সকালে হার্ড ট্রেনিং করে এসেছে, আমি আমার পরিকল্পনা থেকে সরে এসেছি। ওদের জন্য হালকা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। ওদের দক্ষতা দেখে অবাক হয়েছি। উচ্চতর প্রশিক্ষণ পেলে ওরা বিশ্বমানের ফুটবলার হয়ে উঠবে। কেন ওরা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন, অল্প সময়েই তা বুঝিয়ে দিয়েছে।’
কোচের মতোই একই সুরে কথা বললেন সহকারী কোচ শেলাস হাইন্ডম্যান। শেলাস বলেন, ‘আমি ওদের কাছে এতটা আশা করিনি। ওদের ব্যক্তিগত দক্ষতা দেখে আমরা অবাক হয়েছি। ওদের মধ্যে অনেক প্রতিভা আছে। ভালো ফুটবলার হওয়ার যোগ্যতা রাখে।’
তবে, সকালে সময়মতো ভিনদেশি কোচরা চলে এলেও উপস্থিত থাকেননি খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।