বাংলাদেশ দলের ব্যাটিং পজিশন পাল্টে যাচ্ছে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন নম্বর ব্যাটিং পজিশনে কেউই খুব একটা থিতু হতে পারছেন না। এর আগে বেশ কয়েকজনকে দিয়ে পরীক্ষা করিয়েও খুব একটা সাফল্য আসেনি। গত বিশ্বকাপে সাকিবের হাত ধরে কিছুটা সাফল্য পেয়েছিল লাল-সবুজের দল। কিন্তু আবার তিন নম্বর পজিশন ছেড়ে দিতে হচ্ছে এই তারকা ক্রিকেটারকে।
আজ সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘বিশ্বকাপে তিন নম্বরে দারুণ খেলেছিল সাকিব। এই মুহূর্তে আমি অভিজ্ঞদের চার, পাঁচ ও ছয়ে খেলানোর কথা ভাবছি। সেখানে সাকিব, মুশফিক ও রিয়াদকে চিন্তা করছি। মিডল অর্ডারে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ।’
আর সাকিব সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘সাকিব বিশ্বমানের ক্রিকেটার। সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি অনেক দিন। তাই চার নম্বরে সে দম ফেলার সুযোগ পাবে। এখনো বিশ্বকাপের অনেক দেরি। স্থায়ী ব্যাটিং লাইনআপ গড়ার আগে আমাদের কিছু বিষয় দেখতে হবে।’
আর নাজমুল সম্পর্কে ডমিঙ্গো বলেন, ‘শান্ত এখন ছন্দে আছে। সে শেষ সিরিজে তিনে খেলেছে। আমাদের কিছু তরুণ ব্যাটসম্যানকে গড়তে হবে।’
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বরে খেলা সাকিব আট ইনিংসে ৬০৬ রান করেছিলেন। দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরে অবশ্য সেই তিন নম্বরে ব্যাটিং করা হচ্ছে না তাঁর। ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে মিডল অর্ডারে অভিজ্ঞদের রাখতে চান বাংলাদেশ কোচ।