বার্সেলোনা বা বিশ্বকাপ নিয়ে ভাবছেন না মেসি
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি প্যারিস সেন্ট-জার্মেইর হয়ে দ্বিতীয় মৌসুম শুরু করতে চলেছেন। আজ রোববার ইসরায়েলে নান্টেসের বিরুদ্ধে খেলবে তারা। তবে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই তেল আবিবে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মেসি দৃঢ়প্রতিজ্ঞ সাফল্য পেতে। তাই আগে থেকেই বেশ মনোযোগী। তিনি চান মৌসুমটি ভালো কাটুক। নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে আপতত ভাবছেন না। তা ছাড়া আগামী বছর বার্সেলোনায় তাঁর ফিরে যাওয়া নিয়ে গুজব শোনা যাচ্ছে। আপাতত পিএসজির হয়ে খেলা নিয়ে ভাবছেন তিনি।
পিএসজির নতুন কোচ ক্রিস্টোফ গাল্টিয়ার। লুইস ক্যাম্পোস ক্রীড়া উপদেষ্টা হয়েছেন। মেসি সুপার পিএসজির নেতা হবে বলে আশা।
মার্কার খবরে জানা গেছে, ফরাসি ক্লাবটির নতুন ফর্মেশন হচ্ছে ৩-৪-১-২। নেইমার, পাবলো সারাবিয়ার সঙ্গে আর্জেন্টাইন প্লেমেকার আক্রমণের নেতৃত্ব দেবেন। ফর্মে ফেরা সার্জিও রামোসও নিয়মিত ব্যাক থ্রিতে দেখা যাবে।
নেইমারের প্রশংসা
শুধু মেসিই নয়, ২০২২/২৩ মৌসুম সফল করতে বদ্ধপরিকর পিএসজি। নেইমারকেও দৃঢ়প্রতিজ্ঞ মনে হচ্ছে। সবাই তাঁর প্রশংসা করছেন।
এ ব্যাপারে পিএসজি কোচ গালটিয়ার বলেন, ‘আমি একজন পেশাদার খেলোয়াড়কে দেখছি, যে অনুশীলনে একটিও সেশন মিস করেনি। যার সহযোগিতা এবং শোনার মনোভাব রয়েছে।’