বিপিএলের ফাইনালের টিকেটের মূল্য ঘোষণা
শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে চলতি আসরের। আর মেগা ফাইনালের আগে টিকেটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এক বিবৃতির মাধ্যমে টিকেটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সেখানে টিকেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা আর সর্বোচ্চ ২০০০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা।
ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকেটের দাম ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্লাব হাউজ ৮০০ টাকা আর ভিআইপি স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ১৫০০ টাকা। আর সর্বোচ্চ ২০০০ টাকা খরচে খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে।
আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) ও ফাইনালের দিন শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন ভক্ত-সমর্থকরা। টিকেট পাওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
ফাইনালে কনসার্ট ছাড়াও থাকছে নানা আয়োজন। আতশবাজির সঙ্গে আরও থাকছে বিম শো। দুপুর সাড়ে ৩টা থেকে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। আর পুরস্কার বিতরণের পর হবে বিম শো।
দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল, ওয়ারফেজ পারফর্ম করবে ফাইনালে। গতকাল (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এমনটাই জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।