‘ব্যাটসম্যান’ নয়, এমসিসির আইনে সবাই এখন ‘ব্যাটার’
ক্রিকেটে নারী ও পুরুষের মধ্যকার পার্থক্য দূর করতে দারুণ পদক্ষেপ নিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আগের আইন সংশোধন করে ‘ব্যাটসম্যান’-এর বদলে এখন থেকে ‘ব্যাটার’ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের আইনকানুনের এই অভিভাবক সংস্থাটি।
এখন থেকে নারী ও পুরুষ ব্যাটসম্যান—উভয়ের ক্ষেত্রেই ‘ব্যাটার’ ব্যবহার হবে। এতদিন নারী ব্যাটসম্যানদের বলা হতো ‘ব্যাটার’। পুরুষদের বলা হতো ব্যাটসম্যান।
এক বিবৃতিতে এমসিসি জানিয়েছে, ‘খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই সংশোধনী।’
এমসিসির ক্রিকেট ও অপারেশন্স বিষয়ক সহকারী সচিব জেমি কক্স বলেন, “এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ। ‘ব্যাটার’ শব্দটির ব্যবহার আমাদের ক্রিকেট পরিভাষায় একটি সহজাত বিবর্তন এবং খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে এরই মধ্যে এটি গ্রহণ করে নিয়েছে। এই সমন্বয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এটাই উপযুক্ত সময় এবং আইনের অভিভাবক হিসেবে এই পরিবর্তনগুলো ঘোষণা করতে পেরে আজ আমরা উচ্ছ্বসিত।”