বড় সংগ্রহ গড়তে পারল না ভারত
বৃষ্টির কারণে বেহাল দশা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের। আজ রোববার তৃতীয় দিন পর্যন্ত মাত্র এক ইনিংস শেষ হয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করে ভারতও খুব একটা সুবিধা করতে পারেনি। ২১৭ রানে ইনিংস গুটিয়ে নেয় তারা।
ভারতকে বড় রান করতে দেননি কিউই পেসার কাইল জেমিসন। তিনি একাই তুলে নিয়েছেন ৫ উইকেট।
অবশ্য ভারতের ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিল শুরুটা বেশ ভালোই করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তাঁরা বড় রান করতে পারেননি। রোহিত (৩৪) ফিরে যাওয়ার পরই শুভমানও (২৮) ফিরে যান। প্রথম উইকেটে ভারতের ঝুলিতে আসে ৬২ রান। হাল ধরতে পারেননি চেতেশ্বর পূজারা। মাত্র ৮ রান করেন তিনি। অধিনায়ক কোহলি ও অজিঙ্কা রাহানে মিলে চতুর্থ উইকেট ৫৮ রান তুলে দ্বিতীয় দিনে অপরাজিত ছিলেন।
কোহলি ৪৪ ও রাহানে ২৯ রান করেন। কোহলি ফেরার পর তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত দ্রুত চলে যান। মাত্র চার রান নিয়েছেন তিনি। রাহানে ফেরেন ৪৯ রানে।
এরপর দুই অঙ্কের কোটায় পৌঁছান রবীন্দ্র জাদেজা (১৫) ও অশ্বিন (২২)। তাঁরা আউট হওয়ার পর নিচের সারির ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি।
জেমিসন ৫ উইকেট ছাড়াও ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়াগনার দুটি করে উইকেট নেন। টিম সাউদি পান এক উইকেট।