মুশফিকের উদারতায় গর্বিত জাকির
বাংলাদেশের ক্রিকেটের অন্যগম স্তম্ভ মুশফিকুর রহিম। লাল-সবুজের জার্সিতে তার অবদান অস্বীকার করার জো নেই। মুশফিকুর রহিম সফল বিপিএলেও।
দেশের হয়ে টি-টোয়েন্টিতে চার নম্বর পজিশনটা পছন্দ মুশফিকের। চারে নেমে সবচেয়ে বেশি রান মুশফিকের। এমনকি বিপিএলে এই পজিশনে তার ধারেকাছেও নেই কেউ।
সেই মুশফিক এবার বিপিএলে খেলছেন না পছন্দের পজিশনে। সেখানে অন্যদের দেখা যাচ্ছে। সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটারের অভিজ্ঞতা ও সাফল্যের দিকে নজর দিলে, তাকে এখান থেকে সরানোর প্রশ্ন আসে না। কেউ তাকে সরায়ওনি। নিজেই সরেছেন তরুণদের সুযোগ দিতে। সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছিলেন, ‘মুশফিকের চাওয়াতেই এটি হয়েছে। তার সঙ্গে আলোচনা করেই চারে অন্যদের নামানো হচ্ছে।’
চলতি বিপিএলে সিলেটের হয়ে চারে নেমেই শুরু করেছিলেন মুশফিক। তবে পরের ম্যাচগুলো থেকে নামছেন জাকির হাসান। তরুণ এই ব্যাটার এতে যারপরনাই উচ্ছ্বসিত। খুব ভালো কিছু করতে না পারলেও ২১ বলে ২৭, ১৮ বলে ৪৩, ১০ বলে ২০ রানের ইনিংসগুলো সময়ের দাবি মেটাতে পেরেছে।
চার নম্বরে ব্যাট করা প্রসঙ্গে জাকির বলেন, ‘এটা গর্ব ও সম্মানের ব্যাপার। মুশফিক ভাইয়ের মতো ক্রিকেটার নিজের জায়গা ছেড়ে দিয়ে সেখানে আমাকে সুযোগ করে দিচ্ছেন। এটি নিয়ে আসলে বলার মতো ভাষা নেই। উনার কাছ থেকে এটুকু পেয়ে খুব ভালো লাগছে।’
মুশফিকের এমন উদারতা অবশ্য এবারই প্রথম নয়। এট আগে রাজশাহী থাকাকালীনও জাকিরকে চার নম্বরে জায়গা ছেড়ে দিয়েছিলেন মুশফিক। বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া, তরুণরা যাতে গড়ে উঠতে পারে এখন থেকেই।