মুস্তাফিজের শুভকামনায় যা বলল দিল্লি
মুস্তাফিজুর রহমানের আইপিএল অধ্যায়টা ভালো হয়নি এবার। তার দল দিল্লি ক্যাপিটালস যতটা বিবর্ণ, তার চেয়ে বেশি রংহীন ছিলেন তিনি। যে দুই ম্যাচে সুযোগ পেয়েছেন, ছিলেন নিজের ছায়া হয়ে। আইপিএল থেকে ছুটি নিয়ে মুস্তাফিজ পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে।
আগামী ৯ মে থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এ উপলক্ষে মুস্তাফিজকে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছে দিল্লি।
গতকাল বুধবার (৩ মে) নিজেদের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে দিল্লি। তাতে দেখা যায় দিল্লির কোচ কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে দাঁড়িয়ে আছেন মুস্তাফিজ। ছবির ক্যাপশনে লেখা, ‘আমাদের টাইগার মুস্তাফিজের জন্য কোচ ও দলের সবার পক্ষ থেকে আশীর্বাদ ও শুভকামনা রইলো। ঠিকমতো আয়ারল্যান্ডে পৌঁছাও, ফিজ।’
চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচে টানা হারের মুখ দেখে দিল্লি। দলের ক্রমাগত ব্যর্থতায় মুস্তাফিজকে একাদশে সুযোগ দিয়েছিল দিল্লি কর্তৃপক্ষ। কিন্তু আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। টানা দুই ম্যাচে সুযোগ পেয়েও বল হাতে ব্যর্থতার পরিচয় দেন বাঁহাতি এই পেসার। দুই ম্যাচ পর আর একাদশে সুযোগ দেওয়া হয়নি তাকে।