মেসিও মানছেন এবারের ব্যালন ডি’অর প্রাপ্য বেনজেমার
ফুটবলে দারুণ সময় পার করছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ—সব জায়গাতেই রেখেছেন নিজের সাফল্যের ছাপ। তাই এ বছরের ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করা হচ্ছে ফরাসি স্ট্রাইকারকে।
রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসিও সেটাই মানছেন। এবারের ব্যালন ডি’অরে বেনজেমার আশেপাশে কাউকে দেখছেন না আর্জেন্টাইন তারকা।
সাংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে গতকাল সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে বিষয় নিয়ে কথা বলার সময় এই প্রসঙ্গ নিয়েও বলেন মেসি। তখন নিজের মতামত জানিয়ে মেসি বলেন, ‘আমার মনে হয়, এখানে দ্বিধার কোনো অবকাশ নেই। এটা স্পষ্ট যে বেনজেমা দারুণ বছর কাটিয়েছে এবং এর শেষ করেছে চ্যাম্পিয়ন্স লিগ জিতে। শেষ ষোলো থেকে শুরু করে পরের সব ম্যাচেই সে দলের জয়ের কারিগর ছিল। আমার মনে হয়,এ বছর কোনো সন্দেহ নেই(বেনজেমার ব্যালন ডি’অর জয় নিয়ে)।”
সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লিগে মোট ১৫ গোল করেছেন বেনজেমার। আসরের সর্বোচ্চ গোলের মালিক তিনিই। তাছাড়া ১৫ গোলের ১০টিই করেছেন নকআউট পর্বে। নকআউট পর্বে বারবারই রিয়ালকে রক্ষা করেছেন তিনি।
এ ছাড়া লা লিগায় রিয়ালের শিরোপা জয়েও অবদান রেখেছেন বেনজেমা। ৩২ ম্যাচে ২৭ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতা তিনি।