‘মেসিকে নিয়ে চ্যাম্পিয়নস লিগ না জিতলে আর জিতবে না পিএসজি’
খেলোয়াড় কিনতে একেবারেই কিপটেমি করে না প্যারিসের ক্লাব পিএসজি। তারকা খেলোয়াড়ের ছড়াছড়ি তাদের দলে। কিন্তু, সে হিসেবে সাফল্য তেমন নেই। এক লিগ ওয়ানের শ্রেষ্ঠত্ব ছাড়া অর্জনের পাল্লা হালকা প্যারিসের।
পিএসজিতে আগে থেকেই আছেন নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের মতো বড় বড় তারকা। এবার দলে নিয়েছে রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিকে। হুয়ান রিকুয়েলমে মনে করছেন, মেসিকে পেয়েও যদি পিএসজি চ্যাম্পিয়নস লিগ না জিততে পারে তাহলে আর কখনোই পারবে না।
আর্জেন্টিনার ইতিহাসে প্রতিভাবানদের একজন রিকুয়েলমে। স্বদেশী তারকা পিএসজিতে যাওয়ায় এবার প্যারিসের ক্লাবটির অপেক্ষা ফুরাবে বলে মনে করেন তিনি।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে রিকুয়েলমে বলেন, ‘মেসি সবার সেরা। কেননা, সে বল নিয়ে খেলে। আমি মনে করি, পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতবে মেসি এবং বার্সেলোনায় ফিরে অবসর নেবে। মেসিকে পেয়েও পিএসজি যদি চ্যাম্পিয়নস লিগ জিততে না পারে, তাহলে তারা কখনোই পারবে না।’
সাবেক আর্জেন্টাইন তারকা আরও বলেন, ‘আমি শুধু চাই মেসি প্যারিসে সময়টা উপভোগ করুক। জানি না (মেসির বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার) ব্যাপারটা অদ্ভুত কি না। তবে, এমবাপ্পে ও নেইমারের সঙ্গে ওর খেলা নিয়ে আমরা সবাই রোমাঞ্চিত।’