মেসির অভিষেক নিয়ে যা বললেন পিএসজি কোচ
সপ্তাহখানেক হলো পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। কিন্তু, এখনও পিএসজির জার্সিতে লড়াইয়ে দেখা যায়নি। প্যারিসে মেসির অভিষেক কবে হবে, সেটা নিয়েই যত আগ্রহ ফুটবল ভক্তদের।
ধারণা করা হচ্ছিল, আজ রোববার রাঁসের বিপক্ষে পিএসজির জার্সিতে অভিষেক হবে মেসির। কিন্তু, ম্যাচের আগে পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো যা শোনালেন, তাতে বোঝা গেল এখনও কিছু চূড়ান্ত নয়। পচেত্তিনো জানালেন, আজ মেসির অভিষেক নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে রাখার আভাস দিয়েছেন কোচ।
রাঁসের বিপক্ষে মেসির অভিষেক হবে ভেবে দর্শকেরা ম্যাচটির জন্য মুখিয়ে আছেন। একই সঙ্গে এই ম্যাচে মেসির বন্ধু পিএসজির আরেক তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে দেখবে বলে আশা করছেন অনেকে। তাই ১০ দিন আগেই ম্যাচটির সব টিকেট বিক্রি হয়ে গেছে। কিন্তু, মেসির অভিষেক নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
পচেত্তিনোর কথায়, ‘আমাদের আরও কিছু ব্যাপার বিশ্লেষণ করতে হবে। আরও ভাবতে হবে। এরপর আমরা একটা সিদ্ধান্তে আসব। তবে, তাঁরা (মেসি, নেইমার ও এমবাপে) সম্ভবত দলে থাকতে পারে।’
এরপর মেসিকে নিয়ে পিএসজি কোচ বলেন, ‘সে দারুণ অনুপ্রাণিত ও পেশাদার। নতুন সতীর্থ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিচ্ছে। নতুন একটি লিগে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা তার রয়েছে।’