মেসির চোট নিয়ে পিএসজি শিবিরে চিন্তা
হাঁটুর চোটের কারণে গত ম্যাচে পিএসজির হয়ে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। আজ শনিবার মন্টপেলিরের বিরুদ্ধেও খেলতে পারবেন না এই আর্জেন্টাইন তারকা। আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে পিএসজি। সেই ম্যাচেও মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মেসির চোট নিয়ে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো বলেন, ‘চোট পাওয়ার পর সাইড লাইনে বসে হাঁটুর দিকে তাকিয়েছিল মেসি। তখনই বুঝেছিলাম এই চোট ওকে ভোগাতে পারে। আঘাত এড়াতেই মেসিকে তুলে নিয়েছিলাম। সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ওকে রক্ষা করা আমাদের দায়িত্ব। মেডিক্যাল টিম ওর দিক নজর রাখছে।’
লিঁওর বিপক্ষে লিগ ওয়ানের শেষ ম্যাচের ৭৬ মিনিটে মেসিকে তুলে নেন পচেত্তিনো। কোচের সিদ্ধান্ত তখন মেনে নিতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। পচেত্তিনোর সঙ্গে হাত না মিলিয়েই বেঞ্চে গিয়ে বসে পড়েন তিনি। তা নিয়ে অনেক সমালোচনা হয়।
তবে মেসি কোচের প্রতি প্রকাশ্যে ক্ষোভ দেখালেও এমআরআই রিপোর্টে দেখা যায় হাঁটুর হাড়ে চোট রয়েছে। তাই আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে। চোট সারলেই মাঠে নামবেন তিনি। তাই ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মেসি মাঠে নামতে পারেন কি না সেটাই দেখার।
গত ম্যাচে ফরাসি লিগের ম্যাচে মাঠের বাইরে ছিলেন মেসি। মেসিকে ছাড়া সে ম্যাচে তাঁর দল ২-১ গোলে জিতেছে।
এদিকে পিএসজির আরেক আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ম্যান সিটির বিপক্ষে খেলছেন না। সিটির বিপক্ষে গত মৌসুমের ম্যাচে লাল কার্ড পেয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ডি মারিয়া।