মেসির সঙ্গে বিশ্বকাপে থেকে পানি টানতেও প্রস্তুত কোরেয়া
বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন সব ফুটবলার। তার উপর দলে যদি থাকেন লিওনেল মেসির মতো বিশ্বমানের সতীর্থ, তাহলে আগ্রহ হয় আকাশ-ছোঁয়া। অ্যাথলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোরেয়াও মুখিয়ে আছেন বিশ্বকাপ খেলতে। ২৭ বছর বয়সী এই তারকা কাতারে দলের সঙ্গে থাকতে এতটাই বিভোর যে প্রয়োজনে প্রস্তুত পানি টানতে।
২০১৬ সালের অলিম্পিককে মেসির পাশে খেলেছিলেন কোরেয়া। আসরে একটি গোল করেছিলেন। ছিলেন ২০১৮ বিশ্বকাপের প্রাথমিক দলে। কিন্তু হোর্হে সাম্পাওলির মূল দলে সেবার জায়গা হয়নি, ওঠা হয়নি রাশিয়ার বিমানে।
আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্কালোনির দলে জায়গা পাওয়ার ব্যাপারে বেশ প্রত্যয়ী কোরেয়া। চলতি মৌসুমে অ্যাথলেটিকোর হয়ে লিগে ৮ ম্যাচে করেছেন ৩ গোল। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ বাছাই পর্বেও খেলেছেন ৭ ম্যাচ।
সবমিলিয়ে কোরেয়া বলেন, ‘স্কালোনির এই দলে জায়গা পেতে সেভাবে নিজেকে তৈরি করেছি আমি। আশাকরি বিশ্বকাপের দলে জায়গা পাব। তাছাড়া, মেসির সাথে খেলতে আমি উদগ্রীব। প্রয়োজনে কাতারে গিয়ে পানি টানবো, তবুও দলে থাকতে চাই।’
উল্লেখ্য, ২১ অক্টোবরের মধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক দল জমা দেবেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। ১৪ নভেম্বর ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষিত হবে।