মেসি কবে মাঠে নামবেন আভাস দিল পিএসজি
বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পিএসজিতে যোগ দিয়েছেন কয়েকদিন আগেই। অনুশীলনে নামলেও এখনো পিএসজির জার্সিতে মাঠে নামেননি এই আর্জেন্টাইন তারকা। কবে মাঠে নামবেন তিনি তা নিয়ে জোর আলোচনা হচ্ছে।
মেসি কোপা আমেরিকা কাপ জয়ের পর এখনো কোনো ম্যাচ খেলেননি। প্রাক মৌসুম অনুশীলনের সুযোগ পাননি। পুরোপুরি ফিট হয়েই মাঠে নামাতে চাচ্ছেন তিনি।
গোল ডটকমের খবরে জানা গেছে, আগামী ৩০ অগস্ট রেইমসের বিরুদ্ধে ম্যাচে মেসিকে দেখা যেতে পারে। লিগের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবর্গকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। এখনও মাঠে না নামলেও দলের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন মেসি।
মেসির খেলা নিয়ে পিএসজির কোচ পচেত্তিনো বলেন, ‘কোপা আমেরিকার ফাইনালে খেলার পর অল্প কয়দিন অনুশীলন করেছেন মেসি। আমরা তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি সুস্থ হোক, দলের সঙ্গে ভালো ভাবে মিশে যাক। তারপরেই অভিষেক হবে ওর।’
২১ বছরের সম্পর্ক ছেড়ে প্যারিসে পাড়ি দেন মেসি। ক্যারিয়ারের ১৭ মৌসুম বার্সেলোনায় খেলে আসা এই ফুটবলার প্রথম অন্য কোনো ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায়।
বার্সায় ৭৭৮টি ম্যাচ, ৬৭২টি গোল, ৩০৫টি অ্যাসিস্ট ও ৩৫ ট্রফি— এ সবই এখন মেসির পুরোনো অধ্যায়।
অবশ্য ফ্রান্সে মেসির স্বপ্নযাত্রায় পাশে পাচ্ছেন পুরানো সতীর্থ বন্ধু নেইমারকে। আছেন স্পেনের সাবেক প্রতিদ্বন্দ্বী সার্জিও রামোস। সঙ্গে এমবাপ্পে-ডি মারিয়াদের মতো তারকারা। সব তারকারদের একসঙ্গে মাঠে দেখতে মুখিয়ে আছেন ফুটবল ভক্তরা। তবে, লিগের শিরোপা পুনরুদ্ধারের মিশনে পিএসজির দ্বিতীয় ম্যাচেই নেইমার-এমবাপ্পে-মেসি ত্রয়ীকে মনে হচ্ছে না দেখা যাবে। কারণ, মেসিকে আরও সময় দিতে চান পিএসজি কোচ। তাই তিন তারকাকে একসঙ্গে দেখতে আরেকটু অপেক্ষাই করতে হচ্ছে।