যুক্তরাষ্ট্রের ক্লাবে কত বেতন পাচ্ছেন বেল?
গ্যারেথ বেল লস অ্যাঞ্জেলেস এফসিতে যাচ্ছেন, তা এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে। তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে তাঁর সম্ভাব্য বেতন সম্পর্কে। এমএলএসে কত বেতন পাচ্ছেন তিনি।
গত কয়েক বছর রিয়াল মাদ্রিদে যে বেতন পেয়েছেন, লস অ্যাঞ্জেলেসে এর চেয়ে বেশি বেতন পাবেন, নাকি কম পাবেন। অবশ্য অনেক সংবাদমাধ্যমে খবর, রিয়ালের কাছাকাছিও বেতন পাবেন না তিনি।
মার্কার খবরে জানা গেছে, রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় শিকাগো ফায়ারের জেরদান শাকিরি, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির জাভিয়ের 'চিচারিটো' হার্নান্দেজ বা টরন্টো এফসি নবাগত লরেঞ্জো ইনসাইনের মতো খেলোয়াড় কাছাকাছিও বেতন পাবেন না বেল।
লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলের বেতন হতে পারে ১.৬ মিলিয়ন ডলারের কিছু বেশি। বাংলাদেশি টাকায় যা ১৪৮.৫৯ কোটি টাকার মতো।
রিয়াল মাদ্রিদে বেল যে বেতন পেয়েছেন, তার তুলনায় এটি খুবই কম। যেখানে তিনি রিয়ালে পেতেন ২০.৩ মিলিয়ন ডলারের মতো।
বেল ২০১৭ সালে চুক্তি নবায়ন করার পরও এই বেতন পেয়েছিলেন। এখন তাঁর বয়স ৩২ বছরের বেশি।
২০২৪ সাল পর্যন্ত এক বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাবে যোগ দিচ্ছেন বেল। অতিরিক্ত এক বছর চুক্তি বাড়াতে পারবেন তিনি।