লস অ্যাঞ্জেলেসে যাচ্ছেন গ্যারেথ বেল
রিয়াল মাদ্রিদ থেকে টটেনহ্যাম হটস্পারে ধারে খেলছিলেন গ্যারেথ বেল। স্প্যানিশ জায়ান্ট দলটি থেকে এবার আনুষ্ঠানিক বিদায় নিয়ে মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে যাচ্ছেন গ্যারেথ বেল। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ওয়েলস অধিনায়ক। এক টুইট বার্তায় বেল জানিয়েছেন খবরটি।
লস অ্যাঞ্জেলেসে যোগ দেওয়ার বিষয়ে টুইটে বেল লিখেছেন, ‘দ্রুতই দেখা হবে, লস অ্যাঞ্জেলেস।’ ৩২ বছর বয়সী এই ফুটবলার সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যায় তিনি লস অ্যাঞ্জেলেসের লগোসহ একটি ক্যাপ ও জার্সি পরে আছেন।
এর আগে লস অ্যাঞ্জেলেস টাইমসের খবরে বলা হয়েছিল, বেল ১ জুলাই থেকে এলএএফসিতে খেলবেন।
আর ইএসপিএন জানিয়েছে, বেল আগামী সপ্তাহের শেষে লস অ্যাঞ্জেলেসে যাবেন। একটি চুক্তিতে সই করবেন।
বেল একসময় বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি ঘরোয়া চ্যাম্পিয়নশিপ এবং পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন।
ওয়েলসের হয়ে ১০৬টি আন্তর্জাতিক ম্যাচে ৩৯ গোল করেছেন। ১৩৯টি লিগ গোল করেন।
ওয়েলসকে এই বছর বিশ্বকাপে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেল। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ইরানের মুখোমুখি হবে ওয়েলস।
১৯৫৮ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার পর এই প্রথম ওয়েলস বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।