রিয়ালকে হারিয়ে শেরিফের ইতিহাস
নিজেদের ইতিহাসে প্রথম বার চ্যাম্পিয়নস লিগের মঞ্চে খেলতে এসেই রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবকে হারানোর ইতিহাস গড়ল শেরিফ তিরাস্পোল। তেরো বারের শিরোপাজয়ী রিয়ালের ঐতিহাসিক মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে জয়ের হাসি হাসল শেরিফ।
চ্যাম্পিয়নস লিগে ‘ডি’ গ্রুপের ম্যাচে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে মলডোভার দলটি। লিগের দুই রাউন্ড শেষ অবিশ্বাস্যভাবে শীর্ষে রয়েছে তারা। টানা দুই জয়ে তাদের পয়েন্ট ৬।
অথচ পুরো ম্যাচে আধিপত্য ছিল রিয়ালের। ম্যাচে প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে ৩১টি শট নেয় রিয়াল, যার ১১টি ছিল লক্ষ্যে যাওয়ার মতো। বিপরীতে রক্ষণ সামলাতে ব্যস্ত শেরিফ শট নিতে মাত্র চারটি, যার তিনটি লক্ষ্যে; আর দুটোতেই সাফল্য।
এদিন ম্যাচের ২৫ মিনিটেই ইয়াসুরবেক ইয়াখশিবোয়েভের গোলে এগিয়ে যায় শেরিফ। সেখান থেকে বিরতির পর রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। কিন্তু, এরপর শেষ দিকে আচমকা গোল করে রিয়ালকে হতাশা উপহার দেন সেবাস্তিয়ান থিলে। সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে দলটি।
এখন পর্যন্ত দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শেরিফ। ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করা ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক আছে পরের দুটি স্থানে। তাদের পয়েন্ট ১ করে।