রেকর্ডের কাছাকাছি আর্জেন্টিনা, মেসির কীর্তি
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থাকার বিশ্ব রেকর্ডের কাছাকাছি চলে গেছে আর্জেন্টিনা। আর লিওনেল মেসি তাঁর ১০০তম আন্তর্জাতিক ম্যাচ জিতেছেন। পিএসজি সুপারস্টার রেড বুল অ্যারিনায় ১৬৪ ম্যাচে ৯০তম আন্তর্জাতিক গোল করেন।
আর্জেন্টিনা এখন পর্যন্ত টানা ৩৫ ম্যাচে অপরাজিত আছে। ২০১৯ সালের পর থেকে তারা হারেনি। এর আগে ইতালি ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড গড়ে ছিল।
গত শুক্রবার মিয়ামিতে হন্ডুরাসের বিপক্ষে মেসি দুই গোল করেছিলেন। সাতবারের ব্যালন ডি'অর জয়ী জ্যামাইকার বিপক্ষেও জোড়া গোল করেন।
মেসির উপস্থিতি উন্মাদনা ছড়ায় দর্শকদের মধ্যে। আর্জেন্টিনার আইকনের কাছাকাছি যাওয়ার জন্য মাঠে ছুটে যান দর্শকরা।
মেসিকে ছোঁয়া এবং তাঁর কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য তিনবার মাঠের মধ্যে সমর্থক ঢুকে পড়েন। দৌড়ে মেসির কাছে পৌঁছানোই ছিল তাঁদের লক্ষ্য। এক জন সমর্থক খালি গায়ে মেসির কাছে পৌঁছে যান তাঁর পিঠে মেসির অটোগ্রাফ নেওয়ার জন্য। কিন্তু মেসি পর্যন্ত পৌঁছানোর আগেই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীররা।