রোনালদোর পেনাল্টি মিস, পয়েন্ট হারাল জুভেন্টাস
প্রথম দেখায় ক্রিস্টিয়ানো রোনালদোর গোলেই আতালান্তার বিপক্ষে রক্ষা পেয়েছিল জুভেন্টাস। তবে এবার আর দলকে রক্ষা করতে পারলেন না পর্তুগিজ তারকা। পেনাল্টি মিস করলেন তিনি, ড্র করে পয়েন্ট হারাল জুভেন্টাসও।
গতকাল বুধবার সিরি আতে আতালান্তার সঙ্গে ১-১ গোলে ড্র করে জুভেন্টাস। তুরিনের ক্লাবটির হয়ে গোলটি করেন ফেদেরিকো চিয়েসা। আর আতালান্তার হয়ে একমাত্র গোলটি করেন রেমো ফ্রয়লার।
অবশ্য প্রতিপক্ষের ভুলে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত জুভেন্টাস। কিন্তু বক্সের বাইরে থেকে অবিশ্বাস্যভাবে শট নিয়ে বল বাইরে মারেন রোনালদো। কয়েক মিনিট পর গোল পাওয়ার আরেকটি সুযোগ হাতছাড়া করেন রোনালদো।
এরপর ২৯ মিনিটে শেষ পর্যন্ত এগিয়ে যায় জুভেন্টাস। রদ্রিগো বেন্তানকুরের পাস ধরে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন চিয়েসা। ইতালিয়ান ক্লাবটিতে এটি তাঁর প্রথম গোল।
পাল্টা আক্রমণে ৫৭ মিনিটে আতালান্তাকে সমতায় ফেরান ফ্রয়লার। এরপর ড্রয়ের দিকে দুলতে থাকা ম্যাচটি নিজেদের করে নিত পারত জুভেন্টাস কিন্তু রোনালদোর পেনাল্টি মিসে সেটি আর হয়নি।
ম্যাচের ৬০ মিনিটে চিয়েসা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস। কিন্তু পেনাল্টিতে পর্তুগিজ তারকার শট সহজেই ঠেকিয়ে দেন প্রতিপক্ষের গোলরক্ষক। ফলে পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ে তুরিনের ক্লাবটি।