শক্ত প্রতিপক্ষের বিপক্ষে গোল পেয়ে উচ্ছ্বসিত মেসি
গত আগস্টে প্যারিসের ক্লাবে পা রাখেন লিওনেল মেসি। মাঝে কিছুটা সময় চলে গেলেও মিলছিল না জালের দেখা। অবশেষে বড় মঞ্চে পাখা মেললেন আর্জেন্টাইন তারকা। তাও আবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। শক্ত দলের বিপক্ষে প্যারিসের জার্সিতে গোল করে উচ্ছ্বসিত রেকর্ড ছয় বারের বর্ষসেরা ফুটবলার।
গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপের ম্যাচে মেসির গোলে ম্যানসিটিকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক পিএসজি। মেসির পাশাপাশি বাকি গোলটি করেছেন ইদ্রিসা গেয়ি।
গোল ডটকমের প্রতিবেদন অনুসারে ম্যাচ শেষে মেসি বলেন, ‘এটি একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে একটি দারুণ রাত ছিল। আমাদের জন্য ম্যাচটি জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি গোল করতে পেরে খুবই খুশি। আমি সম্প্রতি খুব বেশি খেলিনি, এখানে মাত্র একটি ম্যাচ খেলেছি। আমি একটু একটু করে মানিয়ে নিচ্ছি। গুরুত্বপূর্ণ হচ্ছে জিততে থাকা।’
পিএসজি তারকা আরও বলেন, ‘প্রতিটি ম্যাচ দিয়ে আমাদের সম্পর্ক আরও ভালো ও উন্নত হবে। আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে, আমাদের খেলার মাত্রা বাড়াতে হবে। আমাদের জয়ের ধারা চালিয়ে যেতে হবে।’
ম্যাচটির শুরু থেকেই আক্রমণভাগ দিয়ে সিটিকে ভড়কে দিয়েছে পিএসজি। এমবাপ্পে, মেসি, নেইমার— এই তিন তারকার আক্রমণের জবাব দিতে পারেনি সিটি। আঠারোবার শট নিয়েও গোলশূন্য ছিল প্রিমিয়ার লিগের দলটি।
ম্যাচের অষ্টম মিনিটেই গোল পেয়ে যায় পিএসজি। ডান দিক থেকে ওঠা আক্রমণে আশরাফ হাকিমির পাস ধরে বাইলাইন থেকে কাটব্যাক করলেন এমবাপ্পে। ফাঁকায় বলে ঠিকমতো পা লাগাতে পারলেন না নেইমার। তবে পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে সুযোগ হাতছাড়া করলেন না গেয়ি। উঁচু শটে ঠিকানা খুঁজে নেন তিনি।
মেসির গোলের অপেক্ষা ফুরায় ৭৪ মিনিটে। বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডার এমেরিক লাপোর্তকে এড়িয়ে ডি-বক্সে এমবাপ্পেকে পাস দিলেন মেসি। ফরাসি তারকা প্রথম ছোঁয়ায় ফেরত পাঠালেন। এরপর বল ধরেই বাঁ পায়ের দুর্দান্ত এক শটে পিএসজিতে নিজের প্রথম গোল করলেন মেসি। চ্যাম্পিয়নস লিগে এটি তার ১২১তম গোল। ম্যাচের বাকি সময় রক্ষণ ধরে রেখে স্বস্তির জয় তুলে নেয় পিএসজি।