শাহরুখ খানকে কিনল প্রীতি জিনতার পাঞ্জাব!
শাহরুখ খানকে দলে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। না, বলিউড তারকা শাহরুখ খানকে নয়, তামিলনাড়ুর তরুণ অলরাউন্ডারকে নিয়েছে তারা। নিলামে প্রাথমিকভাবে দিল্লি ক্যাপিটালস ও আরসিবির মধ্যে লড়াই চলছিল শাহরুখকে নিয়ে। পরে লড়াইয়ে যোগ দেয় পাঞ্জাব। শেষ পর্যন্ত ৫ কোটি ২৫ লাখ রুপিতে পাঞ্জাব দলে নেয় শাহরুখকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, শাহরুখের বেজ প্রাইজ ছিল ২০ লাখ রুপি। শাহরুখ তামিলনাড়ুর হয়ে ৫টি প্রথম শ্রেণির ও ২০টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এবার মুস্তাক আলি ট্রফি জয়ী তামিলনাড়ুর দলের সদস্য ছিলেন শাহরুখ। কদিন আগেই দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন তামিলনাড়ুর হয়ে কলকাতার হয়ে খেলেছেন তিনি।
অন্যদিকে কৃষ্ণাপ্পা গৌতম এবার আইপিএলের নিলামে রেকর্ড গড়েছেন। সিএসকে ৯ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে গৌতমকে।
গৌতম ক্রুণাল পান্ডিয়ার রেকর্ড ভেঙেছেন। ক্রুণাল মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন ৮ কোটি ৮০ লাখ রুপিতে। এতদিন আনক্যাপড ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় বিক্রি হওয়ার রেকর্ড ছিল তাঁর।