সাকিবের রাজকীয় ফেরা
এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। এত দিন পর জাতীয় দলের জার্সিতে ফেরায় স্বাভাবিকভাবে আগ্রহের কেন্দ্রে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ক্যামেরার লেন্স বারবার খুঁজছিল তাঁকে। এত প্রত্যাশার চাপের মধ্যে থেকেও দুর্দান্ত বোলিংয়ে সাকিব ফিরলেন রাজকীয়ভাবে।
সাকিবের সঙ্গে বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশও। ম্যাচটিতে ছয় উইকেটে জিতেছে স্বাগতিকরা। তবে মূল ম্যাচের আলো কেড়েছেন সাকিব নিজেই। বল হাতে দারুণ খেলে হয়েছেন ম্যাচ সেরা। ৭.২ ওভার বোলিং করে মাত্র আট রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
দেশের জার্সিতে মাঠে ফিরে উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সাকিবকে। নিজের দ্বিতীয় ওভারেই আর্ম বলে ম্যাকার্থিকে বোল্ড করে ফেরার উপলক্ষ উদযাপন করেন।
এরপর ১৭তম ওভারে ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মেদকে ফাঁদে ফেলেন সাকিব। তাঁর করা ওভারের শেষ বল উইকেট থেকে বেরিয়ে ঠেকাতে চেয়েছিলেন জেসন। কিন্তু টাইমিং ঠিক হয়নি। বল চলে যায় মুশফিকুর রহিমের হাতে। সুযোগ কাজে লাগিয়ে স্টাম্প করেন মুশফিক। আড়াই বছর পর ওয়ানডেতে ফেরার ম্যাচে ৩৬ বলে ১৭ রান করেন জেসন মোহাম্মেদ।
ছয় নম্বরে ব্যাট করতে নামা বনাকেও টিকতে দেননি সাকিব। অভিষিক্ত বনারকে অফ স্টাম্পের বাইরের বল দিয়ে এলবির ফাঁদে ফেলে তৃতীয় শিকার তুলে নেন সাকিব। আর শেষ দিকে তুলে নেন জোসেপ আলজারির উইকেট।
অবশ্য বল হাতে দুর্দান্ত করা সাকিবের ব্যাটিংয়ের আক্ষেপ থেকেই গেল। স্লো উইকেট থিতু হয়েও বেশি রান তুলতে পারেননি তিনি। ১৯ রান করে হাঁটেন সাজঘরের পথে। তবে বল হাতে যতটা দারুণ করেছেন তাতে সহজ হয়ে গেছে বাংলাদেশের জয়। এই নিয়ে টানা ছয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ। আর ফেরার ম্যাচে সাকিবও হলেন ম্যাচ সেরা।