সৈকতের ওপর আস্থা রাখছেন নির্বাচকরা
আঙুলে চোটের কারণে ঢাকা টেস্ট থেকে ছিটকে পড়েন স্পিনার নাঈম হাসান। তাঁর বদলে কাকে নেওয়া হবে দলে, বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। তবে হুট করে কাউকে দলে নেওয়া হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আগামী সোমবার থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘ঢাকা টেস্টে নাঈমের বদলি কাউকে নেওয়া হচ্ছে না। সৈকত আছে। তাছাড়া দলও দেওয়া হয়ে গেছে। এই দলই থাকবে। এখন স্পিনারদের কিছুটা সংকট চলছে আমাদের। নাঈম নেই, মিরাজ চোটে। অবশ্য কিছু করার নেই। যারা আছেন, তাদের নিয়েই খেলতে হবে।’
এইদকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, নাঈমের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনাও ক্ষীণ। কারণ এই চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে তাঁর।
এ ব্যাপারে দেবাশীষ চৌধুরী বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন নাঈম। কারণ তার আঙুল ভেঙে গেছে। সেরে উঠতে তার অন্তত তিন থেকে চার সপ্তাহ লাগবে। এই বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে।’
এদিকে কিছুদিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের আঙুলের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ মিস করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে পাওয়া যাবে বলে আশা করছেন বিসিবির এই চিকিৎসক।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা তিন-চার দিন আগে তার প্লাস্টার খুলেছি। এখন সে ফিজিওথেরাপি নিচ্ছে। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে পাওয়া যাবে।’