বিপিএল দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা মোসাদ্দেকের
গত আসরে ঢাকার অধিনায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। অথচ, এবার দল পাননি শুরুতে। টুর্নামেন্টের এক সপ্তাহ পর অবশ্য আক্ষেপ ঘুচেছে তার। নাম বদলালেও ঢাকার ফ্র্যাঞ্চাইজিতেই সুযোগ পেলেন জাতীয় দলের এই অলরাউন্ডার।
ঢাকা ক্যাপিটালসে সুযোগ পেলেও তার দল আসরে জয়ের মুখ দেখেনি। তিন ম্যাচ খেলে হেরেছে প্রতিটি। সৈকত নিজেও নেই তেমন ছন্দে। যদিও, এসব নিয়ে তাকে খুব একটা চিন্তিত দেখা যায়নি। বরং, বিপিএল দিয়ে নিজের ছন্দহীনতা দূর করতে চান তিনি। ম্যাচ জেতাতে চান ঢাকাকে।
সৈকত বলেন, ‘দল হিসেবে আশা করি আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। একটা মোমেন্টাম পেলেই সেটি তৈরি হবে। গত বছরটা আমার ভালো কাটেনি। তা নিয়ে চিন্তা করছি না। একজন খেলোয়াড়ের একটা মৌসুম খারাপ যেতেই পারে। আমি চিন্তা করছি, সামনে কীভাবে ভালো করা যায়। সুযোগ পেলে দলকে শতভাগ দিতে চাই। নিজের জন্য বন্ধ দরজাগুলো খুলতে চাই।’
জানা গেছে, আসিফ হাসান চোটে পড়ায় তার পরিবর্তে মোসাদ্দেককে দলে নিয়েছে ঢাকা। বিপিএলের ২০১৬-১৭ মৌসুম থেকে নিয়মিতই খেলেছেন এই অলরাউন্ডার। এবার তার শুরুতে দল না পাওয়া দেশের ক্রিকেট মহলে অনেকটা অপ্রত্যাশিত ছিল।