সৌম্যর পাশে বসে সাদমানের দারুণ কীর্তি
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে দারুণ খেলছে বাংলাদেশ। স্বাগতিক দলটির প্রথম ইনিংসে চারটি ক্যাচ নিয়ে নিয়ে দারুণ কীর্তি গড়েছেন বাংলাদেশের ফিল্ডার সাদমান ইসলাম। টেস্টে এক ইনিংসে সৌম্য সরকারের সর্বোচ্চ চার ক্যাচ নেওয়ার রেকর্ডে ভাগ বসালেন এই তরুণ ক্রিকেটার।
২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে চারটি ক্যাচ নিয়েছিলেন সৌম্য। এতদিন এককভাবে এই রেকর্ডের একাই মালিক ছিলেন সৌম্য। এবার সৌম্যর পাশে নাম লেখালেন সাদমান।
শ্রীলঙ্কার বিপক্ষে সেটি বাংলাদেশের শততম টেস্ট ছিল। সেই টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমলের ক্যাচ নিয়েছিলেন সৌম্য।
এবার নিউজিল্যান্ডের রস টেলর, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন ও হেনরি নিকোলসের ক্যাচ নিয়েছেন সাদমান।