১৬ কোটির প্রতিদান দিলেন মরিস
এবারের আইপিএলের নিলামে হইচই ফেলে দিয়েছিলেন ক্রিস মরিস। তুমুল দর কষাকষির পর ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাঁকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন তিনি। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল। তবে পারফরম্যান্স দিয়ে নিজের চড়া মূল্যের প্রতিদান ঠিকই দিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার।
মরিসের দারুণ ব্যাটিংয়ে দিল্লি ক্যাপিটালসকে তিন উইকেটে হারিয়েছে রাজস্থান। গতকাল বৃহস্পতিবার দিল্লির বিপক্ষে শেষ দুই ওভারে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ২৭ রান। তখনই উনাদকাটকে নিয়ে দায়িত্ব নেন ক্রিস মরিস। কাসিগো রাবাদার ১৯তম ওভারে দুই ছক্কাসহ নেন ১৫ রান। শেষ ওভারে ছয় বলে দরকার ছিল ১২ রানের। দুই বল হাতে রেখেই ওই লক্ষ্যে দলকে নিয়ে যান মরিস। ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করা মরিস ১৮ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন।
ব্যাটিংয়ে মরিসকে সঙ্গ দেওয়া উনাদকাট বোলিংয়েও বড় ভূমিকা রাখেন। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। একই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন উনাদকাট।
অন্যদিকে ম্যাচটিতে খেলতে নেমে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছেন বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানও। চার ওভার বল করে দুই উইকেট নেন কাটার-মাস্টার। আর ২৯ রান খরচ করেছেন। প্রথম ওভারে মাত্র ১ রান খরচায় এক উইকেট পান মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে ৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরবর্তী দুই ওভারে ২০ রান খরচায় পান এক উইকেট।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আট উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে দিল্লি। জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে ১৫০ রান করে রাজস্থান।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটালস : ২০ ওভারে ১৪৭/৮ (পৃথ্বী ২, ধাওয়ান ৯, রাহানে ৮, পান্ত ৫১, স্টয়নিস ০, যাদব ২০, টম কারান ২১, ওকস ১৫*, অশ্বিন ৭, রাবাদা ৯; শাকারিয়া ৪-০-৩৩-০, উনাদকাট ৪-০-১৫-৩, মরিস ৩-০-২৭-১, মুস্তাফিজ ৪-০-২৯-২, পারাগ ২-০-১৬-০, তেওয়াতিয়া ৩-০-২৭-০)।
রাজস্থান রয়্যালস : ১৯.৪ ওভারে ১৫০/৭ (বাটলার ২, ভোহরা ৯, স্যামসন ৪, দুবে ২, মিলার ৬২, পারাগ ২, তেওয়াতিয়া ১৯, মরিস ৩৬*, উনাদকাট ১১*; ওকস ৪-০-২২-২, আভেশ ৪-০-৩২-৩, রাবাদা ৪-০-৩০-২, অশ্বিন ৩-০-১৪-০, টম কারান ৩.৪-০-৩৫-০, স্টয়নিস ১-০-১৫-০)।
ফল : রাজস্থান রয়্যালস ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : জয়দেব উনাদকাট।