২০২২ থেকে হবে ১০ দলের আইপিএল
বেশ কিছুদিন ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল বাড়ানোর কথা চলছিল। অবশেষে এলো চূড়ান্ত ঘোষণা। বিশ্বের অন্যতম এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২০২২ সাল থেকে খেলবে ১০ দল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সভায় আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছে বিসিসিআই। সেটি হলো ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে চায় আইসিসি। এ ব্যাপারে আইসিসির দাবিকে সমর্থন জানিয়েছে বিসিসিআই। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে কিছু বিষয় জেনে নেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অলিম্পিকে ক্রিকেট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এর আগেও ১০ দল নিয়ে আইপিএল আয়োজন করা হয়েছিল। ২০০৮ সাল থেকে আট দলের অংশগ্রহণে শুরু হয় আইপিএল। ২০১১ আসরে হয় ১০ দিল নিয়ে। পরের দুই বছরে অংশ নেয় নয়টি দল। বাকি আসরগুলোয় অংশ নিয়েছে আট দল।