হাফিজের নৈপুণ্যে পাকিস্তানের দারুণ জয়
প্রথমে অফব্রেক বোলিংয়ে চার উইকেট, তারপর চমৎকার আক্রমণাত্মক শতক-প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে বলতে গেলে একাই হারিয়ে দিলেন মোহাম্মদ হাফিজ। এই অলরাউন্ডারের নৈপুণ্যে ছয় উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান এখন ১-০ ব্যবধানে এগিয়ে।
শনিবার ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে আট উইকেটে ২৫৫ রান করে শ্রীলঙ্কা। স্বাগতিকদের পক্ষে অর্ধশতক একজনেরই-৬৫ রানে অপরাজিত থাকা দীনেশ চান্দিমালের। পাশাপাশি অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৮) এবং দুই ওপেনার তিলকারত্নে দিলশান (৩৮) ও কুসাল পেরেরার (২৬) কার্যকর ব্যাটিং আড়াইশর ওপরে নিয়ে গেছে শ্রীলঙ্কানদের।
৪১ রানের বিনিময়ে হাফিজের ‘শিকার’ চার উইকেট। দুই উইকেট নিয়েছেন বাঁ-হাতি পেসার রাহাত আলী।
জবাবে হাফিজের দশম ওয়ানডে শতকে ভর করে জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের। এর মধ্যে সর্বশেষ চারটি শতকই শ্রীলঙ্কার বিপক্ষে। ৯৫ বলে ১০৩ রানের দারুণ ইনিংসটা ১০টি চার ও চারটি ছক্কায় সাজানো।
দলীয় ১৯৮ রানে হাফিজ বিদায় নিলেও শোয়েব মালিক (৫৫*) এবং চতুর্থ ওয়ানডে খেলতে নামা মোহাম্মদ রিজওয়ানের (২০*) অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি ২৮ বল হাতে রেখেই জয় এনে দিয়েছে পাকিস্তানকে।
১৫ জুলাই পাল্লেকেলেতে হবে দ্বিতীয় ওয়ানডে। তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।