বাংলাদেশে আসছেন না ওয়ার্নার
অস্ট্রেলিয়ার আশঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। গত শনিবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্টিভেন ফিনের বলের আঘাতে বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙে গেছে ডেভিড ওয়ার্নারের। ওয়ানডে সিরিজের শেষ তিনটি ম্যাচ না খেলেই ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়া এই বাঁহাতি ওপেনার আসতে পারছেন না বাংলাদেশেও। শুক্রবার এ কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সিএ।
লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হওয়া প্রথম বলেই আঙুলে ব্যথা পাওয়ার পর আর খেলতে পারেননি ওয়ার্নার। পরে পরীক্ষার পর হাড় ভেঙে যাওয়ার দুঃসংবাদ পান তিনি। তখনই বোঝা গিয়েছিল, ওয়ানডে সিরিজের বাকি তিন ম্যাচে আর ওয়ার্নারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। কারণ, চিকিৎসকরা জানিয়েছিলেন, অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। তার পরও অস্ট্রেলীয়রা আশা করেছিল, বাংলাদেশ সফরে ওয়ার্নারকে পাওয়া যাবে।
কারণ, প্রথম টেস্ট শুরু হবে ৯ অক্টোবর থেকে। কিন্তু ওয়ার্নারকে ছাড়াই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসতে হচ্ছে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নদের।
সিএর ক্রিকেট পরিচালক প্যাট হাওয়ার্ড বলেছেন, ‘ডেভিডকে বলা হয়েছে, চোট কাটিয়ে সেরে উঠতে তাঁর কমপক্ষে চার সপ্তাহ সময় লাগবে। ব্যাটিং-ফিল্ডিং করার মতো সুস্থতা ফিরে পেতে প্রয়োজন হবে আরো দুই সপ্তাহ। বাংলাদেশ সফর মিস করে সে স্বাভাবিকভাবেই হতাশ। অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক হিসেবে প্রথম সফর হতে পারত বলে তাঁর একটু বেশিই খারাপ লাগছে।’
২০০৬ সালের পর এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। সফরটা মিস করায় প্রচণ্ড হতাশ হয়েছেন ওয়ার্নারও। তিনি বলেছেন, ‘এটা সত্যিই হতাশাজনক। আমি অস্ট্রেলিয়ার হয়ে একটা ম্যাচও মিস করতে চাই না। যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে যথাসাধ্য চেষ্টা করব।’
৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। টেস্ট সিরিজের আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি হবে ৩ থেকে ৫ অক্টোবর।