মুস্তাফিজকে নিয়ে সতর্ক বিসিবি
পেস বোলারদের বড় শত্রু চোট। এই চোটের কারণেই অনেক মেধাবী পেসার অকালে ঝরে পড়েছেন। তাই বাংলাদেশের তরুণ বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমানকে নিয়ে খুবই সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে এই বাঁহাতি পেসারের ক্যারিয়ার যেন হুমকির মুখে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি থাকবে তাদের।
আজ সোমবার বেক্সিমকোর কার্যালয়ে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘মুস্তাফিজ আমাদের জন্য অনেক বড় সম্পদ। এই সম্পদকে আমরা নষ্ট হতে দিতে চাই না। চোটের কারণে সে যেন হারিয়ে না যায়, সেদিকে আমাদের দৃষ্টি থাকবে। তাঁকে পূর্ণ সুরক্ষা দেওয়ার দায়িত্ব এখন আমাদের।’
আর এই কারণেই মুস্তাফিজকে লংগার ভার্সন ক্রিকেটে খেলতে না দেওয়ার পক্ষে মত দেন বিসিবি সভাপতি, ‘আমরা চাই না মুস্তাফিজ লংগার ভার্সন ক্রিকেট খেলুক। কারণ এতে তাঁর চোটে পড়ার সম্ভাবনা তৈরি হবে। তাই আপাতত সে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলুক। আমরা সেভাবেই তাঁকে পরামর্শ দেব।’
আর মুস্তাফিজকে কাউন্টি ক্রিকেটে খেলতে দেওয়া হবে কি না সে প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘আমি শুনেছি ইংল্যান্ডের কাউন্টি লিগ থেকে খেলার প্রস্তাব পেয়েছে মুস্তাফিজ। তবে তাঁকে সেই লিগে খেলতে দেওয়া হবে কি না, তা আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। যদি তাঁকে খেলার অনুমতি দেওয়া হয়, বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া থাকবে। আর সে অনুযায়ী সেখানে খেলতে হবে তাঁকে।’