পারিশ্রমিক না পেয়ে বিসিবির দ্বারস্থ ব্রাদার্সের ক্রিকেটাররা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হয়েছে গত ২২ জুন। এক মাসের বেশি সময় পার হলেও এখনো ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা তাঁদের পারিশ্রমিক পাননি। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বারস্থ হয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার ব্রাদার্সের হয়ে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করে এই অভিযোগ করেন। অভিযোগকারী ক্রিকেটাররা হলেন শাহরিয়ার নাফীস, নাফিস ইকবাল, সঞ্জিত সাহা ও নাবিল সামাদ।
ক্রিকেটারেদের দাবি, ব্রাদার্স এখনো খেলোয়াড়দের ৭০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেনি।
হতাশ কণ্ঠে শাহরিয়ার নাফীস বলেন, ‘ব্রাদার্সের কাছ থেকে মাত্র ৩০ শতাংশ পারিশ্রমিক পেয়েছি। কয়েকবার আশ্বাস দিয়েও বাকি টাকা বুঝিয়ে না দেওয়ায় আমরা বাধ্য হয়ে বিসিবির কাছে অভিযোগ করেছি।’
দ্রুত ক্রিকেটারদের এই পারিশ্রমিক পরিশোধের দাবি জানান শাহরিয়ার নাফীস, ‘বেশির ভাগ ক্রিকেটারের মূল আয়ের উৎস এটি। এই পারিশ্রমিক না পেয়ে অনেক ক্রিকেটার কষ্টে দিন পার করছে। আশা করছি ক্লাব কর্তৃপক্ষ দ্রুত আমাদের এই টাকা পরিশোধ করবে।’
এ ব্যাপারে নিজাম উদ্দীন চৌধুরী বলেন, ‘হ্যাঁ, ব্রাদার্সের ক্রিকেটাররা আমাদের কাছে পারিশ্রমিক সমস্যার কথা বলেছেন। আমরা তাঁদের আশ্বস্ত করেছি, ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে দ্রুত একটা ব্যবস্থা নেব। অবশ্য এর আগে দুটি ক্লাবের সমস্যা আমরা সমাধান করেছি।’
বকেয়া পারিশ্রমিকের দাবিতে এর আগে বিসিবিতে অভিযোগ করেছিলেন ভিক্টোরিয়ার ক্রিকেটাররা। এবার একই অভিযোগ করেছেন ব্রাদার্সের ক্রিকেটাররা। এ ব্যাপারে বিসিবি কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।