নাফীসের শতক, কাপালির বিধ্বংসী বোলিং
দুজনেই জাতীয় দলের সাবেক ক্রিকেটার। একসময়ের তারকা। এখন জাতীয় দলের বাইরে- ওপেনার শাহরিয়ার নাফীস ও অলরাউন্ডার অলক কাপালি। জাতীয় দলে অনিয়মিত হয়ে গেলেও তারা যে এখনো ফুরিয়ে যাননি, তার প্রমাণ দিয়েছেন এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাফীস দারুণ শতক করে শুধু সবার দৃষ্টিই কাড়েননি, কিছুটা বুঝিয়ে দিয়েছেন এখনো কিছু করার ক্ষমতা রয়েছে তাঁর।
ঢাকা প্রিমিয়ার লিগে এদিন ব্রাদার্স ইউনিয়নের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১৩৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন ১৪৭ বলে। ১৪টি চার ও পাঁচটি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে।
তাঁর শতকের ওপর ভর করে ব্রাদার্স ৩৮ রানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে। গোপীবাগের দলটির করা ২৫৩ রানের জবাবে ক্রিকেট কোচিং স্কুলের ইনিংস গুটিয়ে যায় ২১৫ রানে।
বিকেএসপিতে লিগের অপর ম্যাচে অলক কাপালির দুর্দান্ত বোলিং দেখল দর্শকরা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই অলরাউন্ডার দশ ওভারের ৪৪ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নেন।
জাতীয় দলের সাবেক ক্রিকেটারের বোলিং নৈপুণ্যে প্রথমে ব্যাট করতে নেমে কলাবাগানের ইনিংস ১৮৬ রানে গুটিয়ে যায়। জবাবে গাজী গ্রুপ সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।