হাফিজের দ্বিশতকের উচ্ছ্বাস
টেস্ট ক্রিকেটে দুবার আউট হয়ে গিয়েছিলেন দ্বিশতকের দোরগোড়ায়। একবার ১৯৬ ও অন্যবার ১৯৭ রানে। কিন্তু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আর হতাশ হতে হয়নি মোহাম্মদ হাফিজকে। ওয়ানডে সিরিজের ব্যর্থতা কাটিয়ে রানের ধারায় ফিরেছেন পাকিস্তানের এই ওপেনার। পূর্ণ করেছেন ক্যারিয়ারের প্রথম দ্বিশতক। তাঁর দলও ২০৫ রানের লিড নিয়ে শক্ত অবস্থানে। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তাই বেশ ফুরফুরে মেজাজে পাওয়া গেল হাফিজকে। ব্যক্তিগত অর্জনের চেয়ে অবশ্য দলের শক্ত অবস্থানই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
২২৪ রান করে শুভাগত হোমের বলে আউট হওয়া হাফিজ ১৯০ রানে পৌঁছানোর পর বেশ স্নায়ুর চাপে ভুগছিলেন বলে জানালেন, ‘ওয়ানডে সিরিজে ভালো করতে না পারায় চাপের মধ্যে ছিলাম। ১৯০ রানের ঘরে এসে আবারও কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। চাইনি আগের মতো কোনো ট্র্যাজেডির জন্ম হোক। এই পিচে রান করা কঠিন। তাই ডাবল সেঞ্চুরি পেয়ে খুব ভালো লাগছে। আমার ইনিংসটা দলকে বড় সংগ্রহ এনে দিতেও অবদান রেখেছে।’
এই ইনিংসকে ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবে বিবেচনা করার ব্যাপারে হাফিজ অবশ্য দ্বিধান্বিত, ‘এটা অবশ্যই স্মরণীয় ইনিংস। টেস্টে দ্বিশতক করা খুব কঠিন। সেই জায়গা থেকে এটা অবশ্যই বিশেষ কিছু।’
খুলনা টেস্টে ব্যাট হাতে আলো ছড়ানোর আগে দুটো মূল্যবান উইকেটও নিয়েছিলেন হাফিজ। বোলিং অ্যাকশন শুধরে এই সাফল্য পেয়ে তিনি আনন্দিত, ‘বোলার হিসেবে ভালো করতে পেরে খুব ভালো লাগছে।’
হাফিজের দারুণ ব্যাটিংয়ের ওপর ভর করে এখনই ২০৫ রানে এগিয়ে আছে পাকিস্তান। হাফিজের আশা, লিডটা অন্তত ৩০০ রান হবে, ‘আমরা আরো চাপ তৈরি করব। দ্রুত আরো কিছু রান নেব। আমাদের হাতে যেন বাংলাদেশকে অলআউট করার মতো পর্যাপ্ত সময় থাকে।’