‘বস ইজ অলওয়েজ বস, তিনি সবসময় ভালোই বলেন’
বস অলওয়েজ বস, সবসময় ভালো কথা বলেন, সাপোর্ট করেন—কথাগুলো বলেছিলেন সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকি। নিশ্চিয়ই ভাবছেন কাকে নিয়ে বললেন?
ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো ফারজানা কথাগুলো বলছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে। যিনি ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ ড্রয়ের পর ছুটে এসেছেন টিম হোটেলে। নারী ক্রিকেটারদের অভিবাদন জানানোর পাশাপাশি ঘোষণা দিয়েছেন ৩৫ লাখ টাকার বোনাসের।
আজ রোববার (২৩ জুলাই) টিম হোটেলে আসেন বিসিবিপ্রধান। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মেয়েদের সঙ্গেই সারেন মধ্যাহ্নভোজ। মেয়েদের সঙ্গে মিটিং করেন। তাদের চাওয়া-পাওয়ার কথা শোনেন এবং তা পূরণ করার আশ্বাস দেন।
বোর্ডপ্রধান অবিভাবকের মতোই। মেয়েদের কাছে নাজমুল হাসান পাপনও তাই। অবিভাবকের মুখে নিজেদের চাওয়া-পাওয়ার কথা পূরণ হওয়ার আশ্বাস পেয়ে তৃপ্ত বাংলাদেশের মেয়েরা। টিম হোটেল ছাড়ার সময় এনটিভি অনলাইনকে সেই কথাই শোনালেন নিগার-ফারজানারা।
ভারতের বিপক্ষে টাই হওয়া ম্যাচে সেঞ্চুরি করেন ফারজানা। যা ওয়ানডেতে কোনো বাংলাদেশি নারী ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি। তার গড়ে দেওয়া ভিত ধরে শেষ পর্যন্ত সিরিজে টিকে থাকতে পারে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বেশকিছু ভালো স্মৃতি নিয়ে আজ হোটেল ছেড়ে ঘরে ফিরছেন ফারাজান।
দল ছাড়ার আগে এনটিভি অনলাইনকে ফারজানা বলেছেন, ‘আমাদের অর্জন নিয়ে সবাই খুশি। আমরা এই ছন্দ ধরে রাখতে চাই। আমরা আসলে এখানে এসে থেমে থাকতে চাই না। আমাদের অনেক কিছু এখনও দেওয়ার বাকি আছে। অনেক কিছু করারও বাকি আছে। সেটাই করতে চাই। আর বসের কথা বললে—বস ইজ অলয়েজ বস, সবসময় ভালো কথা বলেন, আমাদের সাপোর্ট করেন। চাওয়া-পাওয়ার কথাগুলো শোনেন এটাই তো ভালো লাগার। আজ আমাদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করলেন। এটা আনন্দদায়ক বিষয়। আর বোনাসের ঘোষণা দিলেন। সেটা শুনলাম। এখনো হাতে পাইনি অবশ্য। তবে অবশ্যই খুব ভালো লাগছে।’
অধিনায়ক নিগার সুলতানা জানালেন, নিজেদের উন্নতির প্রসেসটা ধরে রাখতে চান। একই বার্তা তিনি দিয়েছেন, সতীর্থদের প্রতিও।
এনটিভি অনলাইনকে নিগার বলেন, ‘আমাদের জীবনটা আসলে প্রসেসের উপর নির্ভর করে। যদি আপনার প্রসেস ঠিক থাকে তাহলে আপনি ঠিক পথে আগাবেন। আমি বাকিদেরও একই বার্তা দিয়েছি। তারাও সেটাও মানার চেষ্টা করছে। আসলে আপনি যদি একটা নিয়ম মেনে চলেন তাহলে আপনার সাফল্য এসবে। এতে পারিবারিক জীবনও ভালো থাকবে এবং ক্রিকেট জীবনও ভালো থাকবে। সভাপতি আমাদের অর্জনকে অভিবাদন জানিয়েছেন। যেন নিজেদের ছন্দটা ধরে রাখতে পারি। সবার পজিটিভ সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমরা এই জাগায়। আমাদের অতিরিক্ত চাওয়া-পাওয়া নেই।’
দলের অভিজ্ঞ সদস্য সালমা খাতুনও জানালেন তৃপ্তির কথা, ‘খুব ভালো লাগছে। আশাকরি সামনের দিকেও সাফল্য আসবে। নিজেদের এই ছন্দ ধরে রাখাই মূল লক্ষ্য।’
দলের আরেক সদস্য ফাহিমা খাতুন বলেছেন, ‘আমরা অনেক আশাবাদী যে সামনের দিকে যত খেলা হয় আমরা সেগুলোতে যেন ভালো করতে পারি। আমাদের সেই চেষ্টা থাকবে। আজকে স্যার আমাদের কাছে জানতে চাইলেন, আমাদের আর কোনো সুবিধা চাই কিনা। আমরাও দলের সবকিছু স্যারের সাথে শেয়ার করেছি। সবমিলিয়ে সিরিজটি আনন্দ ভাগ করে নেওয়া এইতো। আশাকরি এই আনন্দ সামনের দিনগুলোতেও আনতে পারব আমরা।’
আজকের মিটিংয়ে বাংলাদেশের নারী দলের চাওয়া ছিল বিপিএল আয়োজনের। সেই আয়োজনে সায় দিয়েছেন বিসিবিপ্রধান। যেটা বোর্ডপ্রধান সংবাদসম্মেলনেও জানিয়েছেন। সভাপতির কাছ থেকে এই ঘোষণা পেয়ে খুশি বাংলাদেশের মেয়েরা। স্বস্তি প্রকাশ করতে গিয়ে ঋতু মণি বলেছেন, ‘আসলে আমাদের বিপিএল নিয়ে পজিটিভ সিগনালই দিয়েছেন। সামনে আমাদের বিপিএল খেলানোর ব্যবস্থা হবে। গ্রিন সিগনাল পেয়ে খুব ভালো লাগছে। এখন বাস্তবায়ন হয় কি না সেটাই দেখার অপেক্ষা। যদি সত্যি আয়োজন হয় তাহলে সেটা আমাদের ক্রিকেটের উন্নতির জন্য ভালো হবে।’