বিশ্বকাপে খেলতে অবসর ভাঙছেন স্টোকস?
২০১৯ ক্রিকেট বিশ্বকাপের মেগাফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই। বেন স্টোকসের বীরত্বগাঁথা ইনিংসে ভর করে স্বপ্নের বিশ্বকাপ শিরোপা জিতেছিল ইংল্যান্ড। চার বছর পর ফের বিশ্বকাপ। তবে ইংল্যান্ড দলে নেই স্টোকস। কেননা ওয়ানডে থেকে যে অবসর নিয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে বিশ্বকাপ ধরে রাখতে অবসর ভেঙে ফিরবেন স্টোকস, এমনটাই প্রত্যাশা ইংল্যান্ডের।
সোমবার (১৪ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে স্টোকসের ফেরার আভাস দিয়েছে। ইংল্যান্ডের কোচ ম্যাথু মট জানিয়েছেন, অধিনায়ক জস বাটলার তাকে ফেরানোর বিষয়ে কথা বলবেন। জানা গেছে, স্টোকস এখন পরিবার নিয়ে ছুটিতে আছেন। অ্যাশেজের পরপরই উড়াল দেন তিনি। অ্যাশেজ শেষে অন্তত ছয় মাসের বিশ্রামে থাকবেন বলে আগেই ধারণা দিয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে ফিরতে চান স্টোকস।
১০৫ ওয়ানডে খেলা স্টোকস ২০২২ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের সবশেষ ওয়ানডে খেলে অবসর নেন। মূলত, নিজের ওপর চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেন এই পেস অলরাউন্ডার। গত বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর খেলছেন না সাদা বলের ক্রিকেটে। কিন্তু লাল বলে দলের নিয়মিত সদস্য তিনি। কিছুদিন আগেই অ্যাশেজে দারুণ পারফর্ম করেছেন।